ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাকিবকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আজ

প্রকাশিত: ০৪:৪৫, ১০ জানুয়ারি ২০১৫

সাকিবকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বসেরা টেস্ট ও টি২০ অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে লেখা বই ‘সাকিব আল হাসান : আপন চোখে, ভিন্ন চোখে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হবে আজ সকালে। লেখক দেবব্রত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে শাহবাগে অবস্থিত পাবলিক লাইব্রেরীর ভিআইপি মিলনায়তনে সাকিবের মা শিরিন আখতার বইটির মোড়ক উন্মোচন করবেন। বাংলাদেশের কোন ক্রিকেটারকে নিয়ে এই প্রথম বাংলায় কোন বই প্রকাশিত হতে যাচ্ছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ব্যক্তি ও খেলোয়াড়ি জীবনের নানা দিক আছে বইটিতে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক জাতীয় দল অধিনায়ক ও দেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও উপস্থিত থাকবেন এক ঝাঁক সাবেক-বর্তমান তারকা ক্রিকেটার। সাকিব নিজে তাঁর জীবনের জানা-অজানা অধ্যায় নিয়ে কথা বলেছেন। এছাড়াও তাঁকে নিয়ে বলেছেন সাকিবের বাবা, মা, বোন, স্ত্রী, বন্ধুরা, তিন কোচ, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, জাহিদ হাসান এমিলি, জ্যাক ক্যালিস, সঞ্জয় মাঞ্জরেকার, আতাহার আলী খান, আনিসুল হক, ওয়াসিম আকরাম, সাকলাইন মুশতাক, সাবেক উইজডেন এ্যালম্যানাক সম্পাদক শিল্প বেরি, সাবেক দ্য ক্রিকেটার সম্পাদক এ্যান্ড্রু মিলার, প্রথম আলোর ক্রীড়া সম্পাদক ও উইজডেনের বাংলাদেশ প্রতিনিধি উৎপল শুভ্র, কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুন এবং সাংবাদিক রাবিদ ইমাম।
×