ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাতীয় হকি দল সিঙ্গাপুরে যাচ্ছে স্পন্সর ছাড়াই

প্রকাশিত: ০৪:৪৫, ১০ জানুয়ারি ২০১৫

জাতীয় হকি দল সিঙ্গাপুরে যাচ্ছে স্পন্সর ছাড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ স্পন্সর ছাড়াই ওয়ার্ল্ড হকি লীগের দ্বিতীয় রাউন্ডে খেলতে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ। স্পন্সরের অভাবে নাম প্রত্যাহার করে নিয়েছে ফিজি। যে কারণে গ্রুপটি আরও কঠিন হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের জন্য। ওয়ার্ল্ড হকি লীগের প্রথম রাউন্ডে বাংলাদেশ জাতীয় হকি দলকে পৃষ্ঠরপাষকতা দিয়েছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ওয়ার্ল্ড হকি লীগের দ্বিতীয় রাউন্ডে অংশ নিতে রবিবার সিঙ্গাপুর যাচ্ছে জাতীয় হকি দল। তবে এবার কোন স্পন্সর জোগার করতে পারেনি বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। উল্লেখ্য, কোচদের বেতন-ভাতাসহ এই টুর্নামেন্টে ফেডারেশনের ব্যয় হবে প্রায় ৫০ লাখ টাকা।
×