ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঁচ তারকার মুজরা নৃত্য

প্রকাশিত: ০৪:৩৬, ১০ জানুয়ারি ২০১৫

পাঁচ তারকার মুজরা নৃত্য

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় চার অভিনেতা প্রথমবারের মত চলচ্চিত্রের একটি সিচ্যুয়েশনাল গানে মুজরা নৃত্যে অংশ নিয়েছেন। আইটেম গার্লখ্যাত অভিনেত্রী বিপাশা কবিরের সঙ্গে তারা এ নৃত্যে অংশ নেন। এসএ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের একটি সিচ্যুয়েশনাল সংয়ে মুজরা নৃত্যে তিনি পারফর্ম করলেন জনপ্রিয় অভিনেতা হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত ও আমিরুল হক চৌধুরীর সঙ্গে। বিশেষ এই গানটির দৃশ্যায়নের কাজ গত বৃহস্পতিবার বিএফডিসির মুক্তিযোদ্ধা জসীম ফ্লোরে সম্পন্ন হয়েছে। ‘পিঁপড়া পিছে লেগেছে’ শিরোনামে চলচ্চিত্রের এ গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা। এতে কণ্ঠ দিয়েছেন মিমি। নৃত্য পরিচালনা করেছেন ইমদাদুল হক খোকন। এ প্রসঙ্গে বিপাশা কবির বলেন, এর আগে আমি বিভিন্ন চলচ্চিত্রে ২৪টিরও বেশি আইটেম সংয়ে পারফর্ম করেছি। কিন্তু সিচ্যুয়েশনাল সংয়ে মুজরা নৃত্য এবারই প্রথম করেছি। নৃত্য পরিচালক খোকন ভাইয়ের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ তিনি অনেক সহযোগিতা করেছেন। এসএ হক অলিক স্যারের প্রতিও আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় চার অভিনেতা সঙ্গে একটি ভাল কাজ করার সুযোগ করে দিয়েছেন। সিনিয়র চার তারকার টিম লিডার সৈয়দ হাসান ইমাম বলেন, গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে আমাদের অনেক কিছুই করতে হয়। অলিকের চলচ্চিত্রে আমরা চারজন একটি ব্যতিক্রম কাজ করেছি। বিপাশাও খুব ভাল পারফর্মার। ওর জন্য আমাদের সবার দোয়া রইল। পরিচালক এসএ হক অলিক বলেন, এর আগে বিপাশার পারফরম্যান্স দেখার সুযোগ হয়নি আমার। মেয়েটি সত্যিই অনেক ভাল নাচে। তার যে গ্ল্যামার আছে সে যদি অভিনয়ে মনোযোগী হয় আমার বিশ্বাস তার অবস্থান আর দৃঢ় হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিপাশা কবির ও ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের অভিনেতা আসিফকে শুভেচ্ছা জানাতে শূটিং স্পটে উপস্থিত হয়েছিলেন অলিকের আগের দুই চলচ্চিত্রের অভিনেতা রিয়াজ। আগামীকাল রবিবার থেকে পুরো ইউনিট নিয়ে কক্সবাজারে শূটিং করবেন এসএ হক অলিক। গত ২৬ ডিসেম্বর পরিচালক সমিতির নির্বাচনে এসএ হক অলিক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এদিকে বিপাশা কবির এরইমধ্যে শেষ করেছেন সায়মন তারিক পরিচালিত ‘গুণ্ডামি’ চলচ্চিত্রের কাজ। এতে তিনি প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন।
×