ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইউরোপে ১৫ মার্কিন সেনাঘাঁটি বন্ধ হচ্ছে

প্রকাশিত: ০৪:৩৪, ১০ জানুয়ারি ২০১৫

ইউরোপে ১৫ মার্কিন  সেনাঘাঁটি বন্ধ  হচ্ছে

সমগ্র ইউরোপে ছড়িয়ে থাকা ১৫টি সেনাঘাঁটি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। পেন্টাগন জানিয়েছে, এই পদক্ষেপের ফলে বছরে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ কোটি মার্কিন ডলার (৩০ কোটি পাউন্ড) সাশ্রয় হবে। খবর বিবিসির। ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়ার ফলে তারা এশিয়ার দিকে তাদের মনোযোগ বাড়াতে পারবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ৬০ হাজারেরও বেশি সেনা ইউরোপের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে, যার বেশিরভাগ সেনাই রয়েছে জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যে। যাদের সংখ্যাও প্রায় সমান। এসব সেনার বেশিরভাগই ইউরোপে প্রশিক্ষণ প্রকল্পের আওতায় কাজ করে থাকে। বন্ধ করে দেয়া মার্কিন ঘাঁটিগুলোর অনেকগুলোই হলো স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে বন্ধ করে দেয়া ঘাঁটির অবশিষ্টাংশ। যুক্তরাষ্ট্রের ঘাঁটি বন্ধ করে দেয়ার ঘোষণার ফলে জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ইতালিতে মার্কিন সেনা ঘাঁটি বন্ধ যাবে।
×