ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩৯, ৮ জানুয়ারি ২০১৫

পঞ্চম শ্রেণির পড়াশোনা

আমাদের বাংলাদেশ : ইংরেজী শাসন সঠিক উত্তরের টিক দাও :- ১। ইংরেজরা কত দিন এদেশে রাজত্ব করেন? ক) প্রায় একশ বছর খ) প্রায় দুশো বছর গ) প্রায় তিনশ বছর ঘ) প্রায় চারশ বছর ২। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? ক) নবাব আলীবর্দি খান খ) নবাব নিজামুদ্দীন  গ) নবাব সিরাজউদ্দৌলা ঘ) নবাব সুলতান ৩। এদেশে ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? ক) “ভাগ কর শাসন কর” খ) “ভাগ কর গ্রহণ কর” গ) “ শাসন কর গ্রহণ কর” ঘ) ভাগ কর বর্জন কর” ৪। কত সালে প্রথম ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম ঘটেছিল? ক) ১৮৫৬ সালে খ) ১৮৫৫ সালে গ) ১৮৫৭ সালে ঘ) ১৭৫৭ সালে ৫। ভারতবর্ষ স্বাধীন হয়ে কোন দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়? ক) ভারত ও বাংলাদেশ খ) বাংলাদেশ ও পাকিস্তান গ) ভারত ও পাকিস্তান ঘ) ভারত ও ইরান ৬। কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস দল গঠিত হয়? ক) ১৮৯৫ সালে  খ) ১৮৮৫ সালে গ) ১৯৮৫ সালে ঘ) ১৯০৫ সালে ৭। কত বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন? ক) ২৩ বছর খ) ২০ বছর  গ) ২২ বছর ঘ) ২৫ বছর সত্য মিথ্যা ১। আঠারো শতকের শেষভাগ থেকে উনিশ শতক পর্যন্ত বাংলায় একাধিক প্রতিরোধ আন্দোলন হয়েছে। (সত্য) ২। বাংলা ১১৭৬ সালে দুর্ভিক্ষ হয়েছে। (সত্য) ৩। ১৮৫৭ সাল থেকে ১৯৫৭ সাল পর্যন্ত প্রায় ১০০ বছর এদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। (মিথ্যা) ৪। পলাশীর যুদ্ধের মাধ্যমেই বাংলায় ইংরেজ শাসনের অবসান ঘটে। (মিথ্যা) ৫। ইংরেজ ও জমিদাদের সাথে মিল হবার জন্য তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন। (মিথ্যা) ৬। ইংরেজ শাসকদের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার কারণে ক্ষুদিরাম ও মাস্টারদাকে ফাঁসি দেওয়া হয়। (সত্য) ৭। নারী জাগরণের অগ্রদূত বেগম সুফিয়া কামাল। (মিথ্যা) ৮। পূর্ববাংলা অর্থাৎ আজকের বাংলাদেশ সে সময় পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। (সত্য) ৯। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলায় স্বদেশি চেতনার ব্যাপক বিস্তার ঘটে। (সত্য) ১০। মুসলমানদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রাখেন স্যার সৈয়দ আহমদ খান। (সত্য) শূন্যস্থানে সঠিক শব্দটি লিখ : ১। মীর কাশিম ছিলেন কিছুটা স্বাধীনচেতা। ২। ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত একশ’ বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। ৩। তিতুমীর যুদ্ধরত অবস্থায় মারা যায়। ৪। এদেশে ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য ছিল শোষণ ও নিজেদের লাভ। ৫। ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক দল গঠিত হয়। ৬। ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হয়। ৭। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ হয়। ৮। ইংরেজরা এদেশে ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত রাজত্ব করেন। ৯। ইংরেজরা ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
×