ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্পী আলিফ লায়লার সেতার সন্ধ্যা

প্রকাশিত: ০৬:৩০, ৮ জানুয়ারি ২০১৫

শিল্পী আলিফ লায়লার সেতার সন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রবাসী শিল্পী আলিফ লায়লার সেতার সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন একাডেমীর সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মোঃ সোহরাব উদ্দীন। প্রসঙ্গত, পৃথিবীতে খ্যাতনামা নারী সেতার বাদকদের অন্যতম আলিফ লায়লা। তাকে প্রেরণা যুগিয়েছে তার মা শাহিদা হক, তিনি ইন্ডিয়ান ক্লাসিক্যাল (ঢাকা), ওস্তাদ মীর কাসেমের কাছে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। তিনি শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে ১৯৮১ সালে গ্র্যাজুয়েশন শেষ করেন। পুরস্কৃত হয়েছেন তার জল রং চিত্রকর্মের জন্য। তিনি ১৯৮৮ সালে আরব আমিরাত চলে যান। সুর সম্রাট আলী আকবর খাঁ এবং বিদুষী গির্জা দেবীর স্নেহধন্যা আলিফ লায়লা বর্তমানে তিনি কুশল দাসের তত্ত্বাবধানে তালিম নিচ্ছেন। শিল্পীর প্রথম পরিবেশনা জাতীয় জাদুঘরে প-িত অনিন্দ আচার্যের সঙ্গে। পরবর্তীতে কেনেরি সেন্টার ওয়াশিংটন ডিসির স্মিথ সোনিয়ানে, ক্লারিক স্মিথ পারফরমিং আর্ট সেন্টার, সাউথ ব্যাংক সেন্টার লন্ডন, কলকাতা সঙ্গীত রিসার্চ একাডেমি, ভারতীয় আন্তর্জাতিক কেন্দ্র দিল্লী, কেরেলা আর্ট সোসাইটি, ভবানীপুর সঙ্গীত সম্মেলনসহ বিশ্বের বিভিন্ন স্থানে তিনি তার নান্দনিক পরিবেশনা দিয়ে দর্শকশ্রোতাদের মুগ্ধ করেন। তিনি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে সেতার বাদ্য শিক্ষা লাভ করেন। এছাড়া তিনি মেরিল্যান্ড স্টেট আর্ট কাউন্সিল কর্তৃক ‘ইন্ডিভিজ্যুয়াল আর্টিস্ট এ্যাওয়ার্ড’ আশা কর্তৃক আজীবন সম্মাননা লাভ করেন। তিনি বিশ্ববিখ্যাত শিল্পী প-িত আনন্দ চ্যাচার্জী, ওস্তাদ তারিখা এবং ওস্তাদ আকরাম খাঁ এর সঙ্গে যৌথ পরিবেশনায় অংশ নেন। তাঁর অডিও ভিজ্যুয়াল সৃষ্টি হৃদয়া রাগম (হৃদয়ের ছন্দ) যা দক্ষিণ ভারতের কেরেলা রাজ্যে মার্চ ২০০৮ এ ধারণ করা হয়। তাঁর অনন্য সৃষ্টি স্ট্রীং অব রিজস মনোনীত হয় ‘বেস্ট ক্ল্যাসিক্যাল মিউজিক এ্যাওয়ার্ড বাংলাদেশ’ এর জন্য। আমি একটি নদী শিরোনামে বিখ্যাত তবলা বাদক তন্ময় বোসের সঙ্গে জাজ স্যাক্স্যোফোনে যুগলবন্দী যথেষ্ট সমাদৃত। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ৪০ বছর উপলক্ষে এই যুগলবন্দের সিডির মোরক উন্মোচন করা হয়। তাঁর সেতার বাদন এবং জল রঙের নান্দনিক শিল্পকর্ম লন্ডনের সাউথ ব্যাংক সেতার, লিভারপুলের ক্যাপস্টন সেন্টারসহ নানা স্থানে সমাদৃত হয়েছে। পাশাপাশি এটলাস থিয়েটার শেক্সপিয়ার থিয়েটারে তার পরিবেশনা মুগ্ধ করেছে হাজারো শিল্প অনুরাগীর। সুর তোরাগ, দেশ টেলিভিশন (যুক্তরাজ্য) এবং হিন্দু পত্রিকায় প্রকাশিত হয়েছে তাকে নিয়ে বিশেষ ফিচার। তাঁর পরিবেশনা নিয়ে ৭টি সিডি ও ২টি ডিভিডি প্রকাশ হয়েছে।
×