ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিন আইসিসি সদস্য হবে এপ্রিলে বান কি মুন

প্রকাশিত: ০৪:৪৬, ৮ জানুয়ারি ২০১৫

ফিলিস্তিন আইসিসি সদস্য হবে এপ্রিলে বান কি মুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র ১ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সদস্য হিসেবে যোগ দেবে। ফিলিস্তিনিরা জাতিসংঘের রাষ্ট্রীয় মর্যাদা অর্জনে ব্যর্থ হয়ে এ আদালতে যোগ দিচ্ছে। আদালতের সদস্য হওয়ার পর তারা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপন করতে পারবে। খবর টেলিগ্রাফ অনলাইনের। জাতিসংঘের এক বিবৃতিতে ফিলিস্তিনিদের দলিলপত্র প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, আদালতের কার্যবিধি অনুসারে ফিলিস্তিন রাষ্ট্র ২০১৫-এর এপ্রিলে আইসিসিতে যোগ্য দেবে। ফ্রান্সে ম্যাগাজিন কার্যালয়ে হামলায় নিহত ১২ ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোর কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীরা হামলাকারীদেরকে কালাশনিকভ রাইফেল দিয়ে গুলি চালাতে দেখার কথা জানিয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, ‘কালো হুডে মাথা ঢাকা দুইজন কালাশনিকভ রাইফেল নিয়ে ভবনের ভেতরে ঢুকে। এর কয়েক মিনিট পরই আমরা একের পর এক গুলির শব্দ শুনতে পাই। পরে হামলাকারীরা পালিয়ে যায়।’ ফ্রান্সের এ সাপ্তাহিক ম্যাগাজিনটি ২০১১ সালে মুসলিম নেতাদের নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ছেপে বিতর্কে জড়িয়েছিল। সম্প্রতি ইসলামিক স্টেট জঙ্গী গোষ্ঠীর নেতা আবু বকর আল-বাগদাদীর কার্টুন ট্যুইট করে শার্লি এবদো। -ওয়েবসাইট যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়বে না ॥ পেন্টাগন যুক্তরাষ্ট্র আফগান জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক সাফল্যের জন্য চেষ্টা চালিয়ে যাবে। হোয়াইট হাউস আফগানিস্তানকে এ আশ্বাস দিয়েছে। তবে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির মেয়াদ বাড়ানোর অনুরোধের প্রতি সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র। -ডন অনলাইন
×