ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মকবুল পাইকের মিউজিক ভিডিওতে ঢাকা

প্রকাশিত: ০৬:৩৯, ৬ জানুয়ারি ২০১৫

মকবুল পাইকের মিউজিক ভিডিওতে ঢাকা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার তিনটি স্থানকে কেন্দ্র করে গান লিখেছেন গীতিকার মকবুল হোসেন পাইক। ইতিমধ্যে গান তিনটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। বিষয়ভিত্তিক এ তিনটি গান হলো ‘রাজপথ’, ‘রমনা পার্ক’ ও ‘বেইলী রোড’। মিউজিক ভিডিও সম্পর্কে পাইক জানান, ‘রাজপথ’ শিরোনামের গানটিতে ঢাকার রাজপথের দিন ও রাতের বিভিন্ন উল্লেখযোগ্য স্থান এবং বিষয়কে যতেœর সঙ্গে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে। এ রাজপথ মানুষের জীবনের সুখ-দুঃখের ঘটনাবহুল অনেক কাহিনীর অংশ হয়ে আছে। ‘এইতো আমি বাঁধনহারা হাঁটছি রাজপথে’Ñ গানটির সুর ও মিউজিক কম্পোজিশন করেছেন রাজীব। প্রাচীন ও সুবিখ্যাত সাংস্কৃতিক অঙ্গন রমনা পার্ক। স্থানটির গুরুত্ব অপরিসীম। এই বিষয়টিকে হৃদয়ঙ্গম করে ‘রমনা পার্ক’ শীর্ষক গানটি লিখেছি। ‘শহরের বুকজুড়ে শুয়ে আছে এক খ- হৃদয় জমিন’Ñ কথার এ গানটিতে রমনা পার্কের প্রবেশ ও বহির্গমনসহ বিভিন্ন স্থাপনার খুঁটিনাটি অবয়ব ও চিত্রগুলো নান্দনিকভাবে উঠে এসেছে। রাজধানীর বেইলী রোড নিয়ে লিখেছি ‘মাতাল হাওয়ায় উড়ছে দ্যাখ মন পবনের ঘুড়ি’। গানটির মিউজিক ভিডিওতে বেইলী রোডের শুরু অর্থাৎ শান্তিনগর মোড় থেকে আরম্ভ করে রমনা পার্কের সুগন্ধা গেট পর্যন্ত স্থানকে চিত্রায়িত করা হয়েছে। পাইক বলেন একটি মনের মতো বিষয়কে কথা ও সুরের মধ্যদিয়ে যদি আন্তরিকভাবে ধারণ করা যায় তাহলে সেটি গীতিকারের কাছে একটি অনির্বচনীয় তৃপ্তি দায়ক হয়, আর এভাবেই আমি অনন্তকাল বেঁচে থাকতে চাই।
×