ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজীবন সম্মাননা পাচ্ছেন আলাউদ্দীন আলী

প্রকাশিত: ০৬:৩৪, ৬ জানুয়ারি ২০১৫

আজীবন সম্মাননা পাচ্ছেন আলাউদ্দীন আলী

স্টাফ রিপোর্টার ॥ আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন দেশের প্রতিথযশা সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দীন আলী। সাংস্কৃতিক সংগঠন ‘শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম’ এই গুণী শিল্পীকে সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছে। আগামী ১৩ জানুয়ারি জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল সাড়ে ৫টায় ‘মাদকমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁকে সম্মাননা দেয়া হবে বলে জানা গেছে। এর ফলে এবারই প্রথম তিনি আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। এ প্রসঙ্গে আলাউদ্দীন আলী বলেন, ফোরামটি সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়েছি। শ্রোতা দর্শকের ভালবাসাই আমার কাছে সবসময় বড় মনে হয়েছে। কোন সংগঠন কর্তৃক পুরস্কার সেই ভালবাসারই বহির্প্রকাশ বলে মনে করি। সংগঠন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রেলমন্ত্রী মুজিবুল হক। সংগঠনের সভাপতি জাহিদ আহমেদ চৌধুরী বিপুল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান অপূর্ব জানান, আলাউদ্দীন আলীর মতো একজন সঙ্গীত ব্যক্তিত্বকে সম্মাননা দিতে পারব এই ভেবে আমাদের সংগঠনের সবাই বেশ আনন্দিত। আলাউদ্দীন আলী আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’ ও ‘কসাই’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর আরও পাঁচবার তিনি এই সম্মাননা লাভ করেন। ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর জন্ম নেয়া আলাউদ্দীন আলী ১৯৬৪ সালে ‘অল পাকিস্তান চিলড্রেনস কম্পিটিশন’এ অংশ নিয়ে ১৯৬৪ সালে শ্রেষ্ঠ শিশু শিল্পী (বেহালা বাদক) হিসেবে পুরস্কার পান। ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত মীর মোহাম্মদ হালিম পরিচালিত ‘সন্ধিক্ষণ’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার মধ্যদিয়ে একজন সঙ্গীত পরিচালক হিসেবে তাঁর যাত্রা শুরু হয়।
×