ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের দায়ে চট্টগ্রামে ৩ বখাটের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৫:৫৩, ৬ জানুয়ারি ২০১৫

স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের দায়ে চট্টগ্রামে ৩ বখাটের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের বাঁশখালীতে এক স্বাস্থ্যকর্মীকে গণধর্ষণের অপরাধে তিন ধর্ষককে মৃত্যুদ-ে দ-িত করেছে আদালত। সোমবার চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ রেজাউল করিম এ রায় প্রদান করেন। ট্রাইব্যুনালের বিশেষ পিপি জেসমিনা আক্তার জানান, দ-িত তিন আসামি হলো-বাঁশখালীর দক্ষিণ জলদী গ্রামের মৃত নজির আহমেদের পুত্র মোঃ শফি আলম ওরফে শফি, মৃত আহমেদ আলীর পুত্র মোঃ কালু এবং কবির আহমেদের পুত্র মোঃ আবুল হোসেন। এ তিন আসামির মধ্যে শফি কারাগারে, বাকি দু’জন পলাতক। দন্ডবিধির ৯(১) ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাদের এ দ- প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১২ জুন বাঁশখালীর দক্ষিণ জলদী গ্রামে ধর্ষিত হন ব্র্যাকে কর্মরত এক স্বাস্থ্যকর্মী। তিনি হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। অভিযুক্ত তিন বখাটে এ স্বাস্থ্যকর্মীকে একা পেয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে একই বছরের ১৪ জুন একটি মামলা দায়ের হয়। ওই বছরের ২১ আগস্ট পুলিশ এ মামলায় চার্জশীট দাখিল করে। ২০১৩ সালের ৫ জুন আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ৬ জন সাক্ষ্য প্রদান করেন। এতে অপরাধীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন।
×