ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্ষতি থেকে বাঁচতে পরিবহন বন্ধ রেখেছেন মালিক শ্রমিকরা ॥ শাজাহান খান

প্রকাশিত: ০৫:৪২, ৬ জানুয়ারি ২০১৫

ক্ষতি থেকে বাঁচতে পরিবহন বন্ধ রেখেছেন মালিক শ্রমিকরা ॥ শাজাহান খান

স্টাফ রিপোর্টার, বাগেরহাট/নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ ক্ষতির হাত থেকে রক্ষার জন্যই বাস মালিক-শ্রমিকরা পরিবহন বন্ধ রেখেছে বলে দাবি করেছেন নৌপরিবহনমন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান। রবিবার বিকেল সাড়ে চারটার দিকে মাদারীপুরে নদীভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদও উপস্থিত ছিলেন। নৌপরিবহনমন্ত্রী বলেন, ২০১৩ সালে বিএনপি ৫৫ জন ড্রাইভার-হেলপারকে পুড়িয়ে-পিটিয়ে হত্যা করেছিল। এক হাজারের মতো গাড়ি পুড়িয়ে ফেলেছিল। তিন হাজারের মতো গাড়ি ভাংচুর করেছিল। যার এক একটা গাড়ির মূল্য প্রায় কোটি টাকা। এর মধ্যে একটি গাড়ির মূল্য ছিল দুই কোটি টাকা। একজন মালিক লাখ লাখ টাকা ক্ষতির আশঙ্কায় গাড়ি চলাচল বন্ধ রেখেছে। মন্ত্রী এ সময় বিএনপির আন্দোলনের নামে হুমকি-ধমকিতে আতঙ্কিত না হওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানান। পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানান, স্থায়ী গণতন্ত্র বাঁচানোর জন্য সকল দলকেই নির্বাচনী ব্যবস্থায় আসতে হবে। এজন্যে সকল ব্যবস্থা করতে হবে। তবে এই যে জ্বালাও পোড়াও, হুমকি-ধমকি এগুলো দিয়ে গণতন্ত্র বাঁচানো যাবে না। বর্তমান সরকার গণতন্ত্র চায়, ২০১৯ সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে সকলকে অংশ নিতে হবে। মাদারীপুর শহর রক্ষা বাঁধের ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ্, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, পানি উন্নয়ন অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মিয়া প্রমুখ।
×