ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আব্বাস ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব আবার পেশ করবেন

প্রকাশিত: ০৩:৫২, ৬ জানুয়ারি ২০১৫

আব্বাস ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব আবার পেশ করবেন

ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তিনি এক ফিলিস্তিনী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান সম্বলিত এক প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আবার পেশ করার পরিকল্পনা নিয়ে জর্দানের সঙ্গে আলোচনা করছেন। প্রস্তাবটি গত সপ্তাহে ওই পরিষদে যথেষ্ট ভোট পেতে ব্যর্থ হয়েছিল। খবর আলজারিরা অনলাইনের। ফিলিস্তিনী কর্মকর্তারা জাতিসংঘ তাদের প্রস্তাবের প্রতি আরও সহানুভূতিশীল হবেন বলে আশা ব্যক্ত করেন। এতে ২০১৭ সালের মধ্যে অধিকৃত ভূখ- থেকে ইসরাইলীদের প্রত্যাহার ও ফিলিস্তিনীদের স্বাধীনতা দাবি করা হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিরুদ্ধে যে ভেটো দেবে তা প্রায় নিশ্চিত। ৩০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র তাই করেছিল। ব্ল্যাক বক্স এখনও খুঁজে পাওয়া যায়নি ইন্দোনেশিয়ার জাভা সমুদ্রে সোমবার উদ্ধারকারী দল তাদের অভিযান আরও সম্প্রসারণ করেছে। গত ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ১৬২ আরোহী নিয়ে এয়ার এশিয়ার ৮৫০১ বিমানটি বিধ্বস্তের পর এ পর্যন্ত মাত্র ৩৪ লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া বিমানের বড় দুটি অংশও খুঁজে পেয়েছে উদ্ধারকারী দল। খবর এএফপির। গত সপ্তাহ জুড়ে খারাপ আবহাওয়ার কারণে বার বার অভিযান বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু সোমবার আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটায় উদ্ধারকারী দল তাদের তৎপরতা আরও জোরদার আশা করছে। উদ্ধারকারী দল দুর্ঘটনার কারণ জানতে বিমানটির ব্ল্যাক বক্স খুঁজে পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। উদ্ধারকারী দল আশা করছে শীঘ্রই তারা তা খুঁজে পাবেন। তল্লাশি ও উদ্ধারকারী কর্মকর্তা এসবি সুপ্রিয়াদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, আজকের আবহাওয়া ভাল। ফলে আরওভিএস (রিমোটলি অপারেটেড আন্ডারওয়াটার ভেহিকেলস)সহ অন্যান্য যন্ত্র পুনরায় উদ্ধারকাজে ব্যবহার করা হবে।
×