ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ আহত ২০

প্রকাশিত: ০৬:৫৯, ৪ জানুয়ারি ২০১৫

ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ আহত ২০

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লায় একটি রফতানিমুখী পোশাক কারখানায় স্টিম বয়লার বিস্ফোরণে প্রতিষ্ঠানের এক শ্রমিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। অন্য আহতরা হচ্ছেন পথচারী। গুরুতর আহত প্রতিষ্ঠানটির ফিনিশিং সুপারভাইজার জসিম উদ্দিনকে (৩৫) নারায়ণগঞ্জ তিন শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে ফতুল্লার গাবতলী এলাকায় অবস্থিত আমেনা গার্মেন্টসের ষষ্ঠ তলায় বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় প্রতিষ্ঠানটি ছুটি হয়ে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার রাজিব জানান, রাত ৮টার দিকে হঠাৎ করে ষষ্ঠ তলায় সুইং সেকশনের স্টিম বয়লার বিস্ফোরিত হয়। ছুটি হয়ে যাওয়ায় ওই সময় ওই ফ্লোরে ফিনিশিং সুপারভাইজার জসিম উদ্দিন ছাড়া অন্য কেউ ছিলেন না। বিস্ফোরণে তিনি আহত হন। এদিকে বিস্ফোরণে প্রতিষ্ঠানের থাই গ্লাস চূর্ণ-বিচূর্ণ হয়ে পাশের রাস্তায় পড়ে যায়। এতে ১৯ পথচারী আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। কাঁচের আঘাতে ৩-৪টি প্রাইভেটকার এবং ২-৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
×