ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ২০ দিনে ১২ বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ০৫:২৮, ৩ জানুয়ারি ২০১৫

সাতক্ষীরায় ২০ দিনে ১২ বাড়িতে  ডাকাতি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা শহরে ফের এক ব্যাংকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা ওই ব্যাংকারের স্ত্রী-পুত্রকে কুপিয়ে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার গভীর রাতে শহরের রাজারবাগান কলেজ রোডের সরকারপাড়ায় ব্যাংকার আব্দুল হাকিমের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতি ও বুধবারের ডাকাতির ঘটনাসহ ডিসেম্বর মাসজুড়ে জেলা শহরে কমপক্ষে ১২ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এদিকে শহরজুড়ে প্রায় প্রতিরাতেই ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। ডাকাতির শিকার ব্যাংকার আব্দুল হাকিম সাংবাদিকদের জানান, রাত ২টার পরে একটি সংঘবদ্ধ ডাকাত দল পিস্তল ও রামদাসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গ্রিল কেটে তার বাড়িতে প্রবেশ করে। গুলি করার ভয় দেখিয়ে দরজা খুলতে বাধ্য করলে ডাকাতদল টাকা ও স্বর্ণালঙ্কার লুট করতে থাকে এবং গৃহকর্তাকে হত্যার চেষ্টা করে। এ সময় তার স্ত্রী ফিরোজা ও ছেলে সুমন বাধা দিতে গেলে ডাকাত দল তাদের দু’জনকে কুপিয়ে জখম করে ১০ ভরি স্বর্ণের অলঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। রাতেই আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। একের পর এক ডাকাতির ঘটনায় সাতক্ষীরা শহরে রাম দা বাহিনীর আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন কোন না কোন বাড়িতে হানা দিচ্ছে রামদাসহ দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাত দল। শহরের কাটিয়া সরকারপাড়ায় ইংরেজী নববর্ষের প্রথম প্রহরেই ৫ বাড়িতে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। কাটিয়া সরকারপাড়ার শিক্ষক দীপক রায়ের বাড়িতে দেশী অস্ত্রেশস্ত্রে সজ্জিত ১০/১৫ জনের ডাকাত দল বুধবার মধ্যরাতে হানা দেয়।
×