ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাকসবজিসহ মাছের দাম কমেছে

প্রকাশিত: ০৫:১১, ৩ জানুয়ারি ২০১৫

শাকসবজিসহ মাছের  দাম কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর নিত্যপণ্যের বাজারে এখন স্বস্তি বিরাজ করছে। দাম কমেছে শাকসবজিসহ সব ধরনের মাছের। দাম হ্রাস পাওয়ার তালিকায় আরও আছে আদা, চাল, চিনি, ডাল, আটা ও ভোজ্যতেলের দাম স্থিতিশীল রয়েছে। তবে চাহিদা বাড়ায় ব্রয়লার মুরগি, ডিম ও হাঁসের দাম বেড়েছে। এছাড়া পেঁয়াজ ও রসুনের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। বাজারে প্রতিকেজি দেশী আদা বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়, যা গত সপ্তায় বিক্রি হয়েছে ১২০-১২৫ টাকায়। আর চায়না আদা বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়, যা গত সপ্তায় বিক্রি হয়েছে ১৭০-১৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে কেজিতে কমেছে ২০ টাকা। চায়না রসুন কেজিতে ১০ টাকা বেড়ে ৯০-১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে গত সপ্তাহের ন্যায় দেশী রসুন ৯০ টাকা এবং একদানা রসুন ১৫০-১৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া ভারতীয় পেঁয়াজ প্রতিকেজি ৪০-৪৪ টাকা, দেশী পেঁয়াজ ৪০-৪৫ টাকা ও দেশী কাঁচা পেঁয়াজ ৩৫-৩৬ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৪৫-১৫০ টাকা, প্রতিহালী ডিম ৩০-৩২ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া প্রতিকেজি খোলা চিনি ৪৬-৪৭ টাকা, প্যাকেট চিনি ৫০ টাকা, আটা ৩২ টাকা এবং প্রতিলিটার খোলা সয়াবিন তেল ৯০-৯২ দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া বনভোজনের মৌসুম চলছে এখন। শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, পাড়া-মহল্লার সমিতি, ক্লাবগুলো বনভোজনে যাচ্ছে। এ বনভোজন মৌসুমের প্রভাব পড়েছে মুরগির বাজারে। জানতে চাইলে এ প্রসঙ্গে কাপ্তান বাজারের হাঁস-মুরগি বিক্রেতা জাহিদ বলেন, বনভোজনের কারণে এখন মাংসের চাহিদা বাড়ছে। এছাড়া তীব্র শীতের কারণে ব্রয়লার মুরগির উৎপাদন কমে গেছে। রাজধানীতে সরবরাহ কমে যাওয়ায় ব্রয়লার ও লেয়ার মুরগির দাম বেড়েছে। তিনি বলেন, শীতকালে সবাই হাঁসের মাংস খেতে চায়। এ কারণে এখন হাঁসের চাহিদা ও দাম সবচেয়ে বেশি। চাহিদা বাড়ার কারণে মুরগির পাশাপাশি হাঁসও বেশি পরিমাণে রাখা হচ্ছে। প্রতিজোড়া হাঁস বিক্রি হচ্ছে ৮০০-১০০০ টাকা। এছাড়া প্রতিপিস রাজহাঁস ১০০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে, সবজির বাজারে প্রতিপিস ফুলকপি ২০ টাকা, বাঁধাকপি ১৫-২০, নতুন আলু ২৫-২৮ টাকা, শালগম ৩০, করলা ৪০-৪৫, বেগুন ৩০, শিম ৩০, গাজর ৩০-৪০, মুলা ১২-১৫, শসা ৩০-৪০, ও কাঁচাকলা হালি ২০-২৫ টাকায় বিক্রি করা হচ্ছে।
×