ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মীর কাশেমের জাহাজের ধাক্কায় সাগরে ট্রলার ডুবি ॥ ৫ জেলে নিখোঁজ

প্রকাশিত: ০৫:১১, ৩ জানুয়ারি ২০১৫

মীর কাশেমের  জাহাজের ধাক্কায়  সাগরে ট্রলার ডুবি ॥ ৫ জেলে নিখোঁজ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মালিকানাধীন সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী সী-ট্রাক কেয়ারি সিন্দাবাদের ধাক্কায় সাগরে মাছ শিকাররত একটি ফিশিং ট্রলার ডুবে ৫ মাঝি-মাল্লা নিখোঁজ হয়েছে। টেকনাফ থেকে আরও তিনটি ট্রলার পাঠিয়ে নিখোঁজ জেলেদের সন্ধান করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলেদের খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার বিকেলে সেন্টমার্টিন থেকে পর্যটক বহনকারী কেয়ারি সিন্দাবাদ টেকনাফে আসার পথে বাংলা চ্যানেলে মাছ শিকাররত একটি ফিশিং ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে সাগরে নিখোঁজ হয় ৫ জেলে। সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দেলোয়ার জানান, নিখোঁজ জেলেদের সন্ধানে ব্যাপক তল্লাশি চলছে সাগরে। টেকনাফ ফিশিং বোট মালিক সমিতির সভাপতি আবু তাহের জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারকল্পে টেকনাফ থেকে তিনটি ফিশিং ট্রলার পাঠানো হয়েছে। ঘটনাস্থল ও আশপাশে সাগরে তারা খোঁজ নিচ্ছে- কিন্তু এখনও নিখোঁজ হতভাগা জেলেরা কোথায়-কি অবস্থায়, জীবিত নাকি মৃত কোন খোঁজ পাওয়া যায়নি।
×