ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মার্সেল বিজয় দিবস কারাতে

প্রকাশিত: ০৫:৪২, ২ জানুয়ারি ২০১৫

মার্সেল বিজয় দিবস কারাতে

স্পোর্টস রিপোর্টার ॥ আর বি গ্রুপের মার্সেল ব্যান্ডের পৃষ্ঠাপোষকতায় ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘মার্সেল বিজয় দিবস কারাতে গতকাল শেষ হয়েছে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন, আর বি গ্রুপের এ্যাডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। শিশু শ্রেণী মেয়ে (১০-১২) উম্মুক্ত কুমিতে : স্বর্ণ পদক পেয়েছে বুনো বৃষ্টি, গোজেকাই কারাতে ক্লাব। রৌপ্য পদক পেয়েছে মুনিয়া ইরিন শিমু, মিরপুর কারাতে ক্লাব। ব্রোঞ্জ পদক পেয়েছে অহনা আজম, এসকেকে। পুরুষ ক্যাডেট শ্রেণী (১৪-১৬) উম্মুক্ত শ্রেণী : স্বর্ণ পদক পেয়েছে জর্জিস আনোয়ার, বিকেএসপি। রৌপ্য পদক পেয়েছে সারোয়ার হোসেন। ব্রোঞ্জ পদক পেয়েছে শহিদ রানা শুভ, কারাতে ফাইটার ক্লাব। জুনিয়র মহিলা (১৬-১৮) ৪০ কেজি কুমিতে : স্বর্ণ পদক পেয়েছে ইতি বিশ্বাস, বা. ইয়াং কিং কারাতে ক্লাব। রৌপ্য পদক পেয়েছে তানজিনা আক্তার সুরভী, হাপ ওয়ার্ল্ড। ব্রোঞ্জ পদক পেয়েছে রিমা খাতুন, ডায়নামিক কারাতে। জুনিয়র পুরুষ (১৬-১৮) উম্মুক্ত শ্রেণী : স্বর্ণ পদক পেয়েছে সুজন চন্দ্র দাস, রকি কারাতে একাডেমি। রৌপ্য পদক পেয়েছে জোবায়ের হোসেন, বিএসকেইউ। ব্রোঞ্জ পদক পেয়েছে মাহাবুবুর রহমান, নোয়াখালী কারাতে ক্লাব। সিরিয়র মহিলা ৪৫ কেজি কুমিতে : স্বর্ণ পদক পেয়েছে তানজিনা আক্তার, খাগড়াছড়ি সিতোরিউ কারাতে ক্লাব। রৌপ্য পদক পেয়েছে মিশু সুলতানা, যশোর কারাতে ক্লাব। ব্রোঞ্জ পদক পেয়েছে মিতু দাস, কারাতে ট্রেনিং ইনস্টুটিউট। সিনিয়র মহিলা ৫০ কেজি কুমিতে : স্বর্ণ পদক পেয়েছে সুমিত্রা মুরমু, বাংলাদেশ ইয়াং কারাতে ক্লাব। রৌপ্য পদক পেয়েছে নাজমা, চট্টগ্রাম মহানগন। ব্রোঞ্জ পদক পেয়েছে শারমিন আক্তার, খাগড়াছড়ি কারাতে ক্লাব।
×