ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেঙ্গল উইন্ডসরের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত: ০৬:২৮, ১ জানুয়ারি ২০১৫

বেঙ্গল উইন্ডসরের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের উদ্যোক্তা পরিচালক আরিফা কবির শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। এই পরিচালক নিজ প্রতিষ্ঠানের ১৮ লাখ শেয়ার বিক্রয় করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আরিফা কবিরের কাছে কোম্পানির মোট ২ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ৩৬০টি শেয়ার রয়েছে। এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রয় করতে পারবে। সোমবারে বেঙ্গল উইন্ডসরের শেয়ার সর্বশেষ ৫৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। যার সমন্বয় মূল্য দাঁড়ায় ৫৬ দশমিক ৯০ টাকা। সারাদিনে কোম্পানিটির মোট ২১৮ বারে ৮৪ হাজার ৩৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির মোট ৪৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সর্বশেষ আর্থিক প্রতিবেদনে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেড শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ১.০৪ টাকা, যা আগের বছরের তুলনায় ০.৯৭ শতাংশ বেশি। গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই ’১৪-সেপ্টেম্বর ’১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির কর পরিশোধের পর সমন্বিত প্রকৃত মুনাফা (নন-কন্ট্রোলিং সুদবিহীন) হয়েছে সাত কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.০৪ টাকা। এর আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছিল সাত কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১.০৩ টাকা। প্রভিশন ছাড়ের মেয়াদ আরও এক বছর বাড়ল অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে বিনিয়োগে আনরিয়ালাইজড লোকসানের বিপরীতে সঞ্চিতি রাখার বাধ্যবাধকতায় ছাড়ের মেয়াদ আরও ১ বছর বাড়ানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রভিশন ছাড়ের মেয়াদ ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৪তম কমিশন সভায় প্রভিশন ছাড়ের মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন দেয়া হয়। জানা গেছে, এই প্রভিশন ৫ কিস্তিতে সমানভাবে সংরক্ষণ করা যাবে। পুুঁজিবাজারে নেটিং সুবিধার অনুমোদন অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে লেনদেন বাড়াতে নেটিং সুবিধা (লেনদেনে সমন্বয়) অনুমোদন দিয়েছে বিএসইসি। বুধবার বিএসইসির ৫৩৪তম কমিশন সভায় নেটিং সুবিধার অনুমোদন দেয়া হয়। প্রসঙ্গত, সম্প্রতি স্টেকহোল্ডারদের দাবির পরিপ্রেক্ষিতে একই দিনে একই কোম্পানির শেয়ারে নেটিং সুবিধার প্রস্তাব দেয় ডিএসই কর্তৃপক্ষ। এর আগে আগস্টে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বিএসইসিতে এ সংক্রান্ত লিখিত প্রস্তাব জমা দেয়। আর দুই স্টক এক্সচেঞ্জের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা।
×