ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাতীয় পুরুষ হ্যান্ডবল

বিজিবির-পুলিশ মুখোমুখি

প্রকাশিত: ০৬:১২, ১ জানুয়ারি ২০১৫

বিজিবির-পুলিশ মুখোমুখি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এক্সিম ব্যাংক জাতীয় পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ’-এ বৃহস্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে বিজিবি ৪২-১৫ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে এবং বাংলাদেশ পুলিশ ৩১-১৯ গোলে বাংলাদেশ আনসারকে হারিয়ে ফাইনালে ওঠে। বৃহস্পতিবার তৃতীয় স্থান নির্ধারণী খেলাটি বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বনাম বাংলাদেশ আনসারের মধ্যে এবং ফাইনাল খেলাটি বেলা ৩টায় বিজিবি বনাম বাংলাদেশ পুলিশের মধ্যে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার প্রদান করবেন। বিশেষ অতিথি থাকবেন এক্সিম ব্যাংক ও বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। মার্সেল বিজয় দিবস কারাতে শুরু স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার থেকে শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘মার্সেল বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা।’ প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি থাকবেন আর বি গ্রুপের এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছে শিশু একক কাতায় (৮-১০ বছর মেয়ে) ইয়াং কিং কারাতে ক্লাবের জয়ন্তী বিশ্বাস; শিশু একক কাতায় (৮-১০ বছর ছেলে) গজুকাই কারাতে বাংলাদেশের কার্তিক ডিজি; একক কাতায় (ছেলে ১৪-১৬) ইয়াং কিং কারাতে ক্লাবের প্রশান্ত বিশ্বাস; একক কাতায় (মেয়ে ১৪-১৬) বাংলাদেশ ইয়াং কিং কারাতে ক্লাবের রুমালী সরেন; কুমিতে (মেয়ে -২৫) ইয়াং কিং কারাতে ক্লাবের জয়ন্তী বিশ্বাস এবং কুমিতে (ছেলে-৩৫) বিএসকেইউর সাখওয়াত হোসেন শাওন।
×