ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রেসক্লাব কমিটি গঠন

গৌরনদীতে আহছান সভাপতি, হীরা সম্পাদক

প্রকাশিত: ০৩:২৯, ১ জানুয়ারি ২০১৫

গৌরনদীতে আহছান সভাপতি, হীরা সম্পাদক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা বুধবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে ২০১৫ সালের কার্যকরী কমিটির নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মোঃ আহছান উল্লাহ্ সভাপতি, খোকন আহম্মেদ হীরা-সম্পাদক, বিশ্বজিত সরকার বিপ্লব সহ-সভাপতি, নারগিস সুলতানা সহ-সাধারণ সম্পাদক, উত্তম দাস- কোষাধ্যক্ষ, মণীষ চন্দ্র বিশ্বাস দফতর সম্পাদক ও আমিন মোল্লা প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন ও সম্পাদক আলহাজ মাওলানা আবদুল বাতেন নোমান। সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরল চার জেলে সংবাদদাতা, পাথরঘাটা, ৩১ ডিসেম্বর ॥ সুন্দরবনের জলদস্যু ফেরাউন বেল্লাল বাহিনীর আস্তানা থেকে সাড়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ৪ জেলে ফিরে আসার খবর পাওয়া গেছে। বুধবার বিকেলে ৪ জেলে পাথরঘাটায় ফিরে আসেন। ফিরে আসা জেলেরা হলেন, আঃ লতিফ, হাবিবুর রহমান মাঝি, সিরাজ মাঝি, আবুল কালাম মাঝি। এদের মধ্যে সিরাজ মাঝির বাড়ি যশোরের অভনয়গরে। নীলফামারীতে পরকীয়ায় এক মাসের সাজা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পরকীয়া করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়েছে ৩ সন্তানের জননী ও ৪ সন্তানের জনক। মঙ্গলবার রাতে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের পীর ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান সাক্ষ্য-প্রমাণে আটককৃতদের ১ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন। সিরাজগঞ্জে স্বাস্থ্য মেলা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ নারীবান্ধব হাসপাতাল কর্মসূচীর আওতায় সিরাজগঞ্জে দুই দিনব্যাপী অনুষ্ঠিত স্বাস্থ্য মেলা বুধবার শেষ হয়েছে। নারীর জন্য চিকিৎসাসেবা উপযুক্ত পরিবেশ এবং সহজলভ্য করার উদ্দেশ্য নিয়ে নারী পক্ষ স্বাস্থ্য মেলার আয়োজন করে। সিরাজগঞ্জের নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট চত্বরে আয়োজিত এ স্বাস্থ্য মেলা মঙ্গলবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. সামসুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত নারীবান্ধব এ স্বাস্থ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হেদায়েতুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ বিলাল হোসেন, পুলিশ সুপার এসএম এমরান হোসেন, নারী পক্ষের ডা. নাজমুন্নাহার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, গোলাম কিবরিয়া, চেম্বারের সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী হেনরী তালুকদার প্রমুখ। পরে তিনি নারীবান্ধব মেলার স্টল ঘুরে ঘুরে দেখেন। বুধবার বিকেলে সিভিল সার্জন ডা. শামসুদ্দীন এ স্বাস্থ্য মেলার সমাপনী ঘোষণা করেন।
×