ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নড়াইলে চার লেনের কালনা সেতু এগারো মাসেও শুরু হয়নি

প্রকাশিত: ০৩:২৭, ১ জানুয়ারি ২০১৫

নড়াইলে চার লেনের কালনা সেতু এগারো মাসেও শুরু হয়নি

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৩১ ডিসেম্বর ॥ প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির ‘কালনা সেতু’ আজও বাস্তবায়ন হয়নি। একনেক সভায় অনুমোদনের ১১ মাস অতিবাহিত হয়েছে। কালনা সেতু বাস্তবায়ন হলে বেনাপোল-যশোর-নড়াইল-কালনা-ভাটিয়াপাড়া-ভাঙ্গা-মাওয়া-ঢাকা-সিলেট-তামাবিল সড়কের মাধ্যমে ‘আঞ্চলিক সড়ক যোগাযোগ’ স্থাপিত হবে। কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও কাজ শুরু হয়নি। এমনকি সেতুর নকশাও হয়নি। জানা গেছে, ১৯ জানুয়ারি ২০১৪ একনেক সভায় ২শ’ ৪৪ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে মধুমতি নদীর ওপর কালনা সেতু প্রকল্পটি অনুমোদিত হয়। প্রকল্পের সারসংক্ষেপ থেকে জানা যায়, ২০১৪ সালের জানুয়ারি থেকে কাজ শুরু হয়ে ২০১৭ সালের জুনে কাজ শেষ হবে। কালনা সেতুর দৈর্ঘ্য হবে ৬শ’ ৮০ মিটার এবং প্রস্থ ১৮ দশমিক ২০ মিটার। এছাড়া ১০টি পিসি গার্ডার ও তিনটি বক্স গার্ডার থাকবে। সেতুর জন্য ৩ দশমিক ৫০ কিলোমিটার এ্যাপ্রোচ সড়ক নির্মাণ ও ১২ দশমিক ৬৪ হেক্টর ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন কাজ রয়েছে। কিন্তু এখনও সেতুর নকশাও হয়নি। কালনাঘাট দিয়ে চলাচলরত যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালক জানান, সেতুর অভাবে অবহেলিত কালনা ফেরিঘাটে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সেই সাথে খুলনা, সাতক্ষীরা, বেনাপোল, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল, মাদারীপুর, ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন সড়কে যাত্রীবাহীবাস, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনে সরাসরি যোগাযোগ ব্যাহত হচ্ছে। কেরানীগঞ্জে গ্যাসের আগুনে দুই পরিবারের আট সদস্য দগ্ধ কেরানীগঞ্জ সংবাদদাতা ॥ ঢাকার কেরানীগঞ্জে একটি বাড়িতে গ্যাসের আগুনে দুই পরিবারের ৮ সদস্য দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত দুই সহোদরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মনুব্যাপারির ঢালে হাজি জিতু মিয়ার ভাড়া বাড়ির পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। বাড়ির কেয়ারটেকার ওসমান জামান জানান, ৫ম তলায় ২ রুমের ওই ফ্লাটে দুটি পরিবার ভাড়া থাকেন। রাত ২ টার দিকে ওই ফ্লাটে চিৎকারের শব্দ পেয়ে অন্যান্য ভাড়াটিয়া ছুটে যান। এ সময় দুই রুমে ৮ জনকে তারা দগ্ধ দেখতে পান। দ্রুত সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন, এক পরিবারের গৃহকর্তা জামাল উদ্দিন (৪৫), তার দুই ছেলে রকি (২০) ও বাপ্পি (১৫)। অন্য পরিবারের গৃহকর্তা দেলোয়ার হোসেন (৩০), স্ত্রী শিরিন বেগম (২৫), মেয়ে শিফা (৬), শিরিনের দুই ভাগ্নি সানজিদা (১৩) ও আঁখি ১৪)। সানজিদা ও আঁখি খালার বাসায় বেড়াতে এসেছিল। কেরানীগঞ্জে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, গ্যাস থেকে সৃষ্ট আগুনে তারা দগ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, প্রচ- শীত থাকায় দরজা-জানালা বন্ধ করে ফ্ল্যাটের দুই পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে। এ সময় রান্নার চুলা থেকে গ্যাস বের হয়ে তা দুই ঘরে ছড়িয়ে পড়ে। পরে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন ধরে যায়। এতে দুই রুম থাকা ৮ জন দগ্ধ হন। এছাড়াও আগুনের প্রচ-তায় ঘরের দরজা-জানালার কাঁচ ভেঙ্গে গেছে।
×