ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এয়ারএশিয়ার আরও একটি বিমান দুর্ঘটনার কবলে

প্রকাশিত: ০৭:২৮, ৩১ ডিসেম্বর ২০১৪

এয়ারএশিয়ার আরও একটি বিমান দুর্ঘটনার কবলে

জনকণ্ঠ ডেস্ক ॥ ইন্দোনেশিয়ায় এয়ারএশিয়ার নিখোঁজ বিমানের সন্ধান পেতে না পেতেই দুর্ঘটনার শিকার সংস্থাটির আরও একটি যাত্রীবাহী বিমান। ফিলিপিন্সের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ১৫৯ আরোহী নিয়ে এয়ারএশিয়া জেস্ট বিমানটি অবতরণের পরপরই রানওয়ে থেকে ছিটকে পড়ে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। মধ্য ফিলিপিন্সের আকলান প্রদেশের কালিবো বিমানবন্দরে ঝড়ো হাওয়ায় দুর্ঘটনায় পতিত হয় বিমানটি। এয়ার এশিয়া জেস্টের অপারেশন ইনচার্জ জিওভানি হনটোমিন টেলিফোনে বলেন, রানওয়ে থেকে ছিটকে পড়ে মাটিতে আটকে যায় বিমানটি। এ সময় এয়ারবাস এ৩২০-২০০ থেকে যাত্রীদের জরুরী নির্গমন পথ দিয়ে বের হতে সাহায্য করেন ক্রুরা। এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।
×