ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দৈনন্দিন বিজ্ঞান

প্রকাশিত: ০৬:০১, ৩১ ডিসেম্বর ২০১৪

দৈনন্দিন বিজ্ঞান

১.উদ্ভিদের কা- কৃশ হয়ে যায় কিসের অভাবে? ক) সালফার খ) নাইট্রোজেন গ) মলিব ডেনাম ঘ) বোরন ২. ফসল পাকিতে ও ফলের বীজে পরিণত হতে বিলম্ব হয় ক) পটাসিয়ামের অভাবে খ) ফসফরাসের অভাবে গ) নাইট্টোজেনের অভাবে ঘ) লৌহের অভাবে ৩. শর্করা পরিপাকে সহায়তা করে? ক) পেপসিন খ. ট্রিপসিন গ) এমাইলেজ ঘ) লাইপেজ ৪. স্নেহ পদার্থ পরিপাকে সহায়তা করে? ক) পেপাসিন খ) লাইপেজ গ) ট্টিপসিন ঘ) এমাইলেজ ৫.ফ্রেয়নের বাণিজ্যিক নাম ক) এফ-২০ খ) এফ-২২ গ) আর-২২ ঘ) এফ-২৩ ৬. গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ক) ১০-১১ মিটারের ছোট খ) ১০-১২ মিটারের ছোট গ) ১০-১৫ মিটানের ছোট ঘ) ১০-১১ মিটারের বড় ৭. হিমোগ্লোবিনের প্রোটিন অংশ ক) গ্লোবিন খ) হিম গ) উভয়ই ঘ) কোনটিই নয় ৮. নিচের কোনটি উঘঅ এর উপাদান নয়? ক) এগেনিন খ) গুয়ানিন গ) সাইটোসিন ঘ) গ্লুকাগন ৯. কমলালেবুতে পাওয়া যায়Ñ ক) অক্রালিক এসিড খ) অ্যাসকরবিক এসিড গ) টারটিক এসিড ঘ) ম্যালিক এসিড ১০. শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় কারণ ক) আপেক্ষিপ আদ্রতা কম থাকে খ) আপেক্ষিক আদ্রতা বেশি থাকে গ) বায়ুর চাপ বেশি থাকে ঘ) বায়ু ঠা-া থাকে ১১. একটি বৈদ্যুতিক বাল্বে ‘৪০ ওয়াট -২০০ ভোল্ট’ লেখা আছে। বাল্বটির রোধ কত হবে? ক) ২০০০ ওহম খ) ১৫০০ ওহম গ) ১০০০ ওহম ঘ) ৮০০ ওহম ১২. সরল দোলকের সুতার দৈর্ঘ্য বাড়লে, দোলনকালÑ ক) কমবে খ) বাড়বে গ) অপরিবর্তিত থাকবে ঘ) কোনটিই নয় ১৩. মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় ক) ১৯৭১ সালে খ) ১৯৭২ সালে গ) ১৯৭৩ সালে ঘ) ১৯৭৪ সালে ১৪. নীল লিটমাসকে লাল করে ক) অম্ল খ) ক্ষার গ) পানি ঘ) কেরোসিন ১৫. লাল লিটমাসকে নীল করে ক) অম্ল খ) ক্ষার গ) পানি ঘ) কেরোসিন ১৬. পুষ্প রঙিন ও সুন্দর হয় ক) লিউকোপ্লোস্টের জন্য খ) ক্রোমোপ্লাস্ট জন্য গ) ক্লোরোপ্লাস্ট জন্য ঘ) কোনটিই নয় ১৭. সোডিয়াম এসিটের সংকেত? ক) ঈঐ৩ঈঙঙঘধ খ) ঈঐ২ঈঙঘধ গ) ঐ৩ঈঘধ ঘ) ঘধঈঐ৩ঙঙ ১৮.তরলের পৃষ্ঠটান মাপার যন্ত্র ক) হাইড্রোমিটার খ) অ্যানিমোমিটার গ) টেনেসিমিটার ঘ) ক্রনোমিটার ১৯. তড়িৎ প্রবাহকে একমুখী করে ক) অ্যাম্পলিফায়ার খ) রেকটিফায়ার গ) ট্রানজিস্টর ঘ) জ্যান্থোফিল ২০. বিদ্যুৎ শক্তি ব্যবহার করে যে যন্ত্র সিগন্যালকে বিবর্ধিত করে তা হলÑ ক) অ্যাম্পলিফায়ার খ) রেকটিফায়ার গ) ট্রানজিস্টর ঘ) কোনটিই নয়। ২১. বায়ুম-লের প্রথম স্তর কোনটি? ক) ট্রপোম-ল খ) স্ট্রাটোম-ল গ) মেসোম-ল ঘ) আয়নম-ল ২২. স্টেইনলেস স্টীল থাকে না। ক) লোহা খ) ক্রোমিয়াম গ) নিকেল ঘ) দস্তা ২৩. বিড়াল, কুকুর রাতের বেলায় দেখতে পায়Ñ ক) বড় কোষের আধিক্যের কারণে খ) কোন কোষের কারণে গ) বড় কোষ কম থাকার কারণে ঘ) কোনটিই নয় উত্তর: ১.ক ২.খ ৩.গ ৪.খ ৫.খ ৬.ক ৭.ক ৮.ঘ ৯.খ ১০.ক ১১.গ ১২.খ ১৩.ক ১৪.ক ১৫.খ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.ক ২১.ক ২২.ঘ ২৩.ক
×