ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সেরা তালিকায় ধরাশায়ী রাজশাহীর ‘নামীদামী’ বিদ্যালয়

প্রকাশিত: ০৫:৪৮, ৩১ ডিসেম্বর ২০১৪

সেরা তালিকায় ধরাশায়ী রাজশাহীর ‘নামীদামী’ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গত তিন বছরে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন জেএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি পেলেও এবার রাজশাহী নগরীর স্কুলগুলোর ফল সাফল্যে ধরাশায়ী হয়েছে। বোর্ডে সেরাদের তালিকায় সপ্তমস্থানের পরের নম্বরে এসে ঠেকেছে রাজশাহী নগরীর ‘নামীদামী’ বলে পরিচিত সরকারী স্কুলগুলোর অবস্থান। ফল বিশ্লেষণে দেখা যায়, তুলনামূলকভাবে রাজশাহী নগরীর সরকারী স্কুলগুলোর ফলাফলে বোর্ডের সেরাদের তালিকায় ছিটকে পড়েছে অনেক নিচে। আর রাজশাহী ক্যাডেট কলেজও সেরাদের তালিকায় এবার স্থান পেয়েছে নবম নম্বরে। মঙ্গলবার প্রকাশিত ফলাফল অনুযায়ী সেরাদের তালিকায় সপ্তমস্থানে রয়েছে রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (হেলেনাবাদ)। আর অষ্টমে রয়েছে রাজশাহীর ঐতিহ্যবাহী পিএন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া রাজশাহী ক্যাডেট কলেজ যৌথভাবে নবমস্থান পেয়েছে। অপরদিকে রাজশাহী ল্যাবটেরী স্কুলের অবস্থান ঠেকেছে ১৩তম এবং অনেক নিচে নেমে রাজশাহী কলেজিয়েট স্কুলের অবস্থান দাঁড়িয়েছে ১৫ নম্বরে। সেরা বিশে বগুড়ার ৯ স্কুল স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ রাজশাহী বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় শ্রেষ্ঠ ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯টি পেয়েছে বগুড়া। প্রথম স্থান অধিকার করেছে ক্যান্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, দ্বিতীয় স্থান পেয়েছে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয় জিলা স্কুল, চতুর্থ বিয়াম মডেল স্কুল এ্যান্ড কলেজ, পঞ্চম আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, নবম মিলিনিয়াম স্কলাস্টিকা স্কুল, দ্বাদশ বগুড়া আরডিএ ল্যাবরেটরী স্কুল এ্যান্ড কলেজ, ১৭তম বিয়াম ল্যাবরেটরী স্কুল, ২০তম পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ। গার্লস ক্যাডেট কলেজ বোর্ডে নবম নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, জুনিয়ার স্কুল ও জুনিয়ার দাখিল এবং প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জয়পুরহাট জেলায় গার্লস ক্যাডেট কলেজ প্রথম, রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় দ্বিতীয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ৩য় হয়েছে। বোর্ড সেরা বিশে যশোরের ৯ প্রতিষ্ঠান স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জুনিয়র মাধ্যমিক পরীক্ষার (জেএসসি) ফলাফলে যশোর বোর্ডের সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে ৯টিই রয়েছে যশোর জেলার দখলে। এছাড়া খুলনায় সাত, কুষ্টিয়া ও ঝিনাইদহে দুটি এবং সাতক্ষীরা একটি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। এরমধ্যে যশোরের বিএএফ শাহীন কলেজ ও ঝিনাইদহের সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় যৌথভাবে ২০তম স্থান দখল করেছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। যশোরের ৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৪র্থ স্থানে রয়েছে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, ৫ম স্থানে ঝিকরগাছার শেখ আকিজ উদ্দীন হাইস্কুল, ৭ম স্থানে অভয়নগরের আকিজ আইডিয়াল স্কুল ও ৮ম স্থানে রয়েছে যশোর সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় (মোমিন গার্লস)। এছাড়া যশোর জিলা স্কুল ১০তম স্থানে, ১১তম সখিনা গার্লস স্কুল, দাউদ পাবলিক স্কুল ১৩তম, কেশবপুর সেকেন্ডারি স্কুল ১৭তম এবং বিএএফ শাহীন কলেজ যৌথভাবে ২০তম তালিকায় নাম লেখাতে পেরেছে। ঝিনাইদহ ক্যাডেট কলেজ যশোর বোর্ডে প্রথম নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবার ঝিনাইদহ ক্যাডেট কলেজ যশোর বোর্ডের ১ম স্থান অধিকার করেছে।
×