ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে এক মাসেও সন্ধান মেলেনি কলেজ ছাত্রীর

প্রকাশিত: ০৬:০৩, ৩০ ডিসেম্বর ২০১৪

নাটোরে এক মাসেও সন্ধান মেলেনি কলেজ ছাত্রীর

সংবাদদাতা, নাটোর, ২৯ ডিসেম্বর ॥ নাটোরে অপহরণের এক মাস পেরিয়ে গেলেও কলেজছাত্রী ফাতেমাকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনার পর অপহৃতার পরিবারের পক্ষ থেকে অপহরণকারীদের বিরুদ্ধে মামলা করে উল্টো বিপাকে পড়েছে অপহৃতার পরিবার। প্রতিনিয়ত ফাতেমার পিতা ও তার পরিবারের অন্য সদস্যদের প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে আসছে অপহরণকারী ও সহযোগীরা। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে অপহৃতার পরিবার। অপহৃত ফাতেমা নাটোর সদর উপজেলার কাফুরিয়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও একই এলাকার আব্দুল ওহাবের মেয়ে। মামলার এজাহার ও অপহৃতার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, নাটোর সদর উপজেলার দক্ষিণ দস্তানাবাদ এলাকায় ২১ নবেম্বর রাত ৮ টার দিকে প্রতিবেশী কয়েক নারীর সহায়তায় একই এলাকার জাকার ও তার সহযোগীরা ৩টি মোটরসাইকেলযোগে কলেজছাত্রী ফাতেমাকে অপহরন করে নিয়ে যায়। এ সময় ফাতেমার আত্মচিৎকারে ফাতেমার বাবা আব্দুল ওহাব ও পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে বখাটে জাকার ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ফাতেমা তুলে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতার পরিবারের পক্ষ থেকে নাটোর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বখাটে জাকারের বড় ভাই ওয়াদুদকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। আব্দুল ওহাব অভিযোগ করেন, বর্তমানে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কাউকে আটক করছে না। এদিকে মামলা করায় আসামি ও তাদের সহযোগী স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত আব্দুল হাকিম ও তার দুই ছেলে মিন্টু ও পিন্টু এবং আসামি ফিরোজ মেয়ের পরিবারকে হত্যাসহ নানা হুমকি প্রদান করে আসছে। ফলে ১৬ ডিসেম্বর মেয়ের বাবা জীবনের নিরাপত্তা চেয়ে নাটোর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অপহরণকারী বখাটে জাকারের দুলাভাই রাঙ্গামাটির থানার পুলিশ কন্সটেবল শাহাজাহান আলী প্রতিনিয়ত ফাতেমার পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দেয়া শুরু করেছে। এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলা দায়েরের পর একজনকে আটক করা হয়েছে। মেয়েকে উদ্ধারের জন্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। দ্রুত মেয়েকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটক করা হবে।
×