ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পার্বতীপুরে পাষণ্ড স্বামী স্ত্রীকে তুলে দিল ধর্ষকের হাতে

প্রকাশিত: ০৬:০২, ৩০ ডিসেম্বর ২০১৪

পার্বতীপুরে পাষণ্ড স্বামী স্ত্রীকে তুলে দিল ধর্ষকের হাতে

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২৯ ডিসেম্বর ॥ পার্বতীপুরে শফিকুল নামে এক পাষ- তার স্ত্রীকে তুলে দিয়েছে ধর্ষকের হাতে । ঘটনাটি ঘটেছে শহর থেকে ১০ কি.মি দূরে হাবড়া ইউনিয়নের রামরায়পুরে। এখানকার তিলাই নদীর পাড়ে ফরেস্ট বিভাগের জঙ্গলে শফিকুলের লেলিয়ে দেয়া মোঃ দুলাল হোসেন নামে এক যুবক ওই গৃহবধূকে রাতভর ধর্ষণ করেছে। এ ব্যাপারে সোমবার বিকেল ৩টায় পার্বতীপুর মডেল থানায় ধর্ষক ও তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে ধর্ষিতা। যোগাযোগ করলে থানার ওসি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে বলে জানান। জানা গেছে, যৌতুকের কারণে স্বামী তার স্ত্রীকে প্রতিনিয়ত মারধর, নির্যাতন করত। এ নিয়ে ২৪ ডিসেম্বর পলাশবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম ফারুক ও সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেন। ওই দিনই জীবিকার সন্ধানে নৈশকোচে ঢাকা যাওয়ার উদ্দেশে শফিকুল তার স্ত্রীকে নিয়ে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। গ্রামের পরিচিত মোঃ দুলাল হোসেন নামে এক যুবক বাসে তুলে দেয়ার কথা বলে তাদের সঙ্গী হয়। রাত গভীর হলে শফিকুল ওই যুবকের হাতে তার স্ত্রীকে তুলে দিয়ে উধাও হয়ে যায়। নাটোরে ঔষধী গ্রামে মাসব্যাপী মেলা সংবাদদাতা, নাটোর, ২৯ ডিসেম্বর ॥ নাটোরে মাসব্যাপী ঔষধী বাণিজ্য মেলা শুরু হয়েছে। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ঔষধী গ্রামে এই মেলার আয়োজন করা হয়। রবিবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। ঔষধী গ্রাম সংগঠনের সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঔষধী গ্রামের প্রতিষ্ঠাতা আফাজ উদ্দিন পাগল, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বাশিরুর রহমান খান এহিয়া, পৌর কাউন্সিলর আরিফুর রহমান মাসুম প্রমুখ। মেলায় বিভিন্ন ধরনের ঔষধী গাছ গাছড়ার ছোট বড় ১২০টি স্টল অংশ নেয়।
×