ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্থানীয় কোচ দিয়েই বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রস্তুতি শুরু

প্রকাশিত: ০৫:৪৮, ৩০ ডিসেম্বর ২০১৪

স্থানীয় কোচ দিয়েই বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রস্তুতি শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বিদেশী কোচের অধীনে অনুশীলন শুরু করার লক্ষ্য থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত কারও সঙ্গে চূড়ান্ত আলোচনা করতে পারেনি। সাবেক ডাচ্ কোচ লোডভিক ডি ক্রুইফের সঙ্গেও চূড়ান্ত কোন আলোচনা হয়নি। তাই দেশীয় কোচ সাইফুল বারী টিটুর অধীনেই শুরু হচ্ছে ছয় দেশের আন্তর্জাতিক এই টুর্নামেন্টের অনুশীলন। তবে খুব শীঘ্রই বিদেশী মানসম্পন্ন কোচ অনুশীলন ক্যাম্পে যোগ দেবে বলে জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি বলেন, ক্যাম্প শুরু হচ্ছে নতুন বছরের প্রথম দিন থেকেই। আপাতত বর্তমানে জাতীয় দলের কোচের দায়িত্বরত কোচ সাইফুল বারী টিটুর অধীনেই অনুশীলন শুরু করবে। মাঝপথে বিদেশী কোচ ক্যাম্পে যোগ দেবে। এখন কোচ নিয়োগের বিষয়ে আলোচনা চলছে, তবে বিষয়টি চূড়ান্ত হয়নি। ক্রুইফকে নিয়ে আসা হবে কিনা এমন প্রশ্নের জবাবে সোহাগ বলেন, ‘ক্রুইফ আসতেও পারেন। অথবা অন্য কেউ আসতে পারেন। কিছুদিনের মধ্যেই এ বিষয়টি আলোচনার মাধ্যমে নির্ধারিত করবে ফেডারেশন।’ মেসির জন্য বিশেষ সম্মাননা স্পোর্টস রিপোর্টার ॥ ইতিহাস গড়া লিওনেল মেসি সম্মাননা পেতে চলেছেন। স্প্যানিশ লা লিগার ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড গড়েন বার্সিলোনার এই ক্ষুদে জাদুকর। এর স্বীকৃতিস্বরূপ আগামী ১১ জানুয়ারি ন্যুক্যাম্পে এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে বার্সিলোনার ম্যাচে মেসিকে সম্মাননা দেয়া হবে। স্পেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা লীগা ডি ফুটবল প্রফেশনালের (এলএফপি) প্রেসিডেন্ট জ্যাভিয়ার টেবাস সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২২ নবেম্বর সেভিয়ার বিরুদ্ধে বার্সার ৫-১ গোলে জয়ের ম্যাচে টেলমো জারার রেকর্ড ২৫১ গোলের মাইলফলক অতিক্রম করে সর্বোচ্চ গোলদাতার মালিক হন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। এর আগে গত ২০ ডিসেম্বর এইবারের বিরুদ্ধে বার্সার ম্যাচে চারবারের ব্যালন ডি’অর জয়ীকে এই সম্মাননা দেয়ার কথা ছিল। তবে আগের দিন ডিপোর্টিভো ও মাদ্রিদের ম্যাচে সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হওয়ার কারণে তারিখ পিছিয়ে দেয়া হয়। ২০০৪ সালে বার্সিলোনার জার্সি গায়ে মাঠে নামার পর এখন পর্যন্ত লা লিগায় মেসি গোল করেছেন ২৫৮টি।
×