ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবাহনী-প্রাইম ব্যাংককে ছোঁয়ার লড়াই দোলেশ্বরের

প্রকাশিত: ০৫:৪৭, ৩০ ডিসেম্বর ২০১৪

আবাহনী-প্রাইম ব্যাংককে ছোঁয়ার লড়াই দোলেশ্বরের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লীগে শিরোপা লড়াইয়ে বেশ পিছিয়েই ছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তবে সুপার লীগের দ্বিতীয় রাউন্ডে প্রাইম ব্যাংককে হারিয়ে দেয় তারা এবং আবাহনী লিমিটেডও হেরে যায়। ফলে এখন মাত্র দুই পয়েন্ট পিছিয়ে আছে দোলেশ্বর। আজ তাদের সুযোগ নিজেদের আরও ওপরে ওঠানোর। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীকে হারালেই তাদের সমান ২০ পয়েন্ট হয়ে যাবে দোলেশ্বরের। তবে ফতুল্লায় কলাবাগান ক্রিকেট একাডেমিকে (সিএ) হারাতে পারলে ২২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষস্থান পেয়ে যাবে প্রাইম ব্যাংক। আর হারলে আরেকটু অবস্থান সুসংহত হবে কলাবাগান সিএ’র। সেক্ষেত্রে আবাহনী-দোলেশ্বর আর প্রাইম ব্যাংকের পয়েন্ট দাঁড়াবে সমান ২০ করে। তবে আবাহনী ও প্রাইম ব্যাংক উভয় দলই জিতলে ২২ পয়েন্ট করে নিয়ে এ দুটি দলই শিরোপা লড়াইয়ে অনেকখানি এগিয়ে যাবে প্রতিপক্ষদের তুলনায়। দিনের অপর ম্যাচে শিরোপা লড়াই থেকে অনেকটাই ছিটকে যাওয়া মোহামেডান স্পোটিং ক্লাবের শেষ সুযোগ আজ লড়াইয়ে টিকে থাকার। বিকেএসপির তিন নম্বর মাঠে তাদের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। সব ম্যাচ সকাল ৯টায় শুরু হবে। সুপার লীগের দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষদের তুলনায় ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার দারুণ সুযোগ ছিল আবাহনী ও প্রাইম ব্যাংকের। জিতলেই শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থানটাই সুসংহত করতে পারত এ দুই দল। কিন্তু একই দিনে আবাহনী ও প্রাইম ব্যাংক হেরে যাওয়াতে শিরোপা লড়াইটা জমজমাট হয়ে গেছে। লড়াইটা আজ আরও জমে যেতে পারে যদি মুশফিকুর রহীমের প্রাইম দোলেশ্বর আজ আবাহনীকেও হারাতে পারে। সুপার লীগে টানা দুই জয় পেয়ে শিরোপার বড় দাবিদার এখন প্রাইম দোলেশ্বরও। আগের ম্যাচে প্রাইম ব্যাংকে হারনোর পর আবাহনীর বিপক্ষে ম্যাচটা আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে দোলেশ্বরের কাছে। তবে অধিনায়ক মুশফিক আজকের ম্যাচটাকে অন্যগুলোর মতো করেই দেখছেন। সোমবার মিরপুরে অনুশীলন শেষে মুশফিক বলেন, ‘সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সুপার লীগের সব দলই প্রায় সমান। শুধু নির্দিষ্ট দিনে তিন বিভাগে যারা ভাল করবে তারাই জিতবে। প্রথমদিকে আমরা দল হিসেবে সেভাবে পারফর্মেন্স দেখাতে পারিনি। তবে সুপার লীগে প্রথম দুটা ম্যাচ আমাদের খুব ভাল হয়েছে। অবশ্যই কালকে (আজ) একটা বড় ম্যাচ। শেষ দুটি ম্যাচ যেভাবে হয়েছে সেভাবে পারফর্ম করতে পারলে আমরাই জিতব।’ আগের ম্যাচে হারলেও আজ জয়ের প্রত্যাশা আবাহনী কোচ সরোয়ার ইমরানের। তিনি বলেন, ‘একটা ম্যাচে হারতেই পারি। কিন্তু এর মানে আমরা শিরোপা হাতছাড়া করেছি তা নয়। আশা করছি আগামীকালই (আজ) আমরা জয়ে ফিরব।’ পেসার আল আমিন হোসেনকে আজ খেলাতে পারে আবাহনী। সুপার লীগে কলাবাগান সিএ’র গত ম্যাচে জয় শিরোপার স্বপ্ন জাগিয়ে রেখেছে তাদেরও। আজ তারা লড়বে প্রাইম ব্যাংকের বিপক্ষে। গত ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে গেছে দলটি। তবে আজ জিতে শীর্ষে ফিরতে চায় দলটি। অপর দল মোহামেডানের শিরোপার স্বপ্ন শেষই বলা যায়। তবে আজ রূপগঞ্জকে হারাতে পারলে তারাও ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখবে।
×