ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আনুশকায় উজ্জীবিত কোহলির আরও এক নজির

প্রকাশিত: ০৫:২৭, ২৯ ডিসেম্বর ২০১৪

আনুশকায় উজ্জীবিত কোহলির আরও  এক নজির

স্পোর্টস রিপোর্টার ॥ আনুশকা শর্মার সঙ্গে ক্রিকেটার কোহলির সম্পর্কটা এখন ‘ওপেন সিক্রেট।’ ড্রেসিং রুমে সতীর্থদের কেউ কেউ ‘বলিউড কুইনকে’ ভাবি বলেও ডাকেন! প্রেম-রোমান্সে ছেলেরা নাকি উচ্ছন্নে যায়, অথচ কোহলি ব্যতিক্রম! মাঠে প্রেয়সীর উপস্থিতি তাকে বরং বেশি করে চাঙ্গা করে, সেটি আরও একবার দেখল ক্রিকেটবিশ্ব। নতুন বছর উদ্যাপনে শূটিং ফেলে অস্ট্রেলিয়ায় উড়ে গেছেন আনুশকা। সেখানে ‘বক্সিং ডে টেস্টে’ উপস্থিত মনের মানুষের সামনেই ব্যাট হাতে কোহলির-ইতিহাস। খেললেন ক্যারিয়ারসেরা ১৬৯ রানের অনবদ্য ইনিংস। সাবেক গ্রেট সুনিল গাভাস্কারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে এক সিরিজে তিন সেঞ্চুরির অনন্য নজির স্থাপন করলেন ‘ক্রেজি বয়,’ সেঞ্চুরির পর যথারীতি আনুশকার উদ্দেশে ছুড়লেন ‘ফ্লাইং কিস!’ মজার বিষয় এ নিয়ে সম্প্রতি কোহলি একাধিক সাফল্যের দিনে গ্যালারিতে পেলেন প্রেম-প্রবর আনুশকাকে! প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়ার ৫৩০ রানের জবাব দিতে সফরকারীদের হয়ে অগ্রণী ভূমিকা পালন করেন কোহলিই। ৮ উইকেটে ৪৬২ রানে তৃতীয় দিন শেষ করেছে ভারত, যেখানে সিংহভাগই করেছেন কোহলি আর অজিঙ্কা রাহানে (১৪৭)। জনসনের শিকারে পরিণত হন ‘আগামীর শচীন’ বলে খ্যাত কোহলি ২৭২ বলে ১৮ চারের সাহায্যে করেন ১৬৯ রান। ডানহাতে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে তাকে ফেরানোর কৃতিত্ব উকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের। ক’দিন আগে আমির খানের সঙ্গে অভিনিত ‘পিকে’ ছবি দিয়ে এখনও বলিউডের বক্স অফিস কাঁপাচ্ছেন আনুশকা শর্মা। আর তার বাস্তবের নায়ক কাঁপালেন ‘বক্সিং ডে’ টেস্ট। দুর্দান্ত সেঞ্চুরির পর যথারীতি বাতাসে ভাসিয়ে দিয়েছেন ‘ফ্লাইং কিস!’ নাথান লিয়নকে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণের সঙ্গে সঙ্গেই স্বভাবসুলভ ভঙ্গিতে উদ্যাপন। প্রথমে ব্যাটে চুমু একে সেটি ভাসিয়ে দেন গ্যালারির দিকে, যেখানে উপস্থিত আনুশকা। আউট হওয়ার আগ পর্যন্ত বাকি সময়টায় একাধিকবার ক্যামেরার লেন্স ফিরে গেছে সেদিকে। মেলবোর্নে মনোযোগটা ভালই কেড়েছেন বলিউড নায়িকা। এ নিয়ে ধারভাষ্য কক্ষেও জমে ওঠে রসাত্মক হাসি-ঠাট্টা। ৩২তম টেস্টে কোহলির এটি নবম সেঞ্চুরি এবং ক্যারিয়রাসেরা। আগের সর্বোচ্চ ছিল ১৪১ রানের, এ্যাডিলেডে সিরিজের প্রথম ম্যাচে, নেতৃত্বের অভিষেকে। ১১৫, ১৪১, ১৯, ১ ও ১৬৯Ñ অস্ট্রেলিয়ায় এ নিয়ে সিরিজে তিন সেঞ্চুরির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। মেলবোর্নের দ্বিতীয় ইনিংসেও ব্যাট করবেন, সুতরাং থাকছে গ্রেট গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা! দশম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ হাজার বা তার বেশি টেস্ট রান সংগ্রহ করলেন কোহলি। একই সঙ্গে রাহানের সঙ্গে ২৬২ রানের জুটিÑ গত দশ বছরে এশিয়ার বাইরে কোন ভারতীয় জুটির সর্বোচ্চ পার্টনারশিপের নতুন নজির!
×