ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালবাসা দিবসের টেলিফিল্ম ‘ট্রুথ অর ডেয়ার’

প্রকাশিত: ০৫:১৪, ২৯ ডিসেম্বর ২০১৪

ভালবাসা দিবসের টেলিফিল্ম ‘ট্রুথ অর ডেয়ার’

স্টাফ রিপোর্টার ॥ হামেদ হাসান নোমান রচিত এবং সাজ্জাদ সুমনের পরিচালিত ‘ট্রুথ অর ডেয়ার’ শিরোনামের একটি টেলিফিল্মে আফরান নিশোর সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন নবাগত অভিনেত্রী জাকিয়া মুন। টেলিফিল্মটি আসছে ভালবাসা দিবসে যে কোন একটি চ্যানেলে প্রচার হবে। এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, মিডিয়াতে আমি যখন নতুন ছিলাম, তখন আমিও অনেক পরিচালকের কাছে আবদার রেখেছি ভাল ভাল অভিনেত্রীদের সঙ্গে কাজ করার। আমার সঙ্গে মুনের কাজ করার আগ্রহ আমাকে আমার ক্যারিয়ারের প্রথম দিনের মুহূর্তগুলোতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। মুন চেষ্টা করেছে ভাল অভিনয় করার। জাকিয়া মুন বলেন, আমি কৃতজ্ঞ নিশো ভাইয়ার কাছে কারণ তিনি আমাকে অভিনয়ে অনেক কিছুই শিখিয়েছেন। আশা করি আমাদের জুটির এই টেলিফিল্মটি দর্শকের ভাল লাগবে। আসছে ভালবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে টেলিফিল্মটি নির্মিত হয়েছে। প্রসঙ্গত, নাট্যাভিনেতা হিসেবে আফরান নিশো এই সময়ে ভাল একটি অবস্থানে রয়েছেন। ভার্সেটাইল চরিত্রে তিনি অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন। যে কারণে অভিনেত্রী হিসেবে যারা নতুন মিডিয়াতে আসেন তাদের কাছে আফরান নিশোর সঙ্গে কাজ করা অনেকটা স্বপ্নের মতোই। অভিনেত্রী জাকিয়া মুন পেশায় ডাক্তার হলেও তারও স্বপ্ন ছিল আফরান নিশোর মতো অভিনেতার সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করার। তাঁর সেই স্বপ্নের গল্প শুনেছেন নির্মাতা সাজ্জাদ সুমন। তাই তিনিই প্রথম জাকিয়া মুনকে স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এদিকে আফরান নিশো এরইমধ্যে শেষ করেছেন আশিক রহমানের পরিচালনায় ‘জীবন বদল’ নাটকের কাজ। অন্যদিকে ভালবাসা দিবসের আরেকটি বিশেষ টেলিফিল্ম ‘নিমগ্ন প্রজাপতি’তেও অভিনয় করবেন জাকিয়া মুন।
×