ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৫শ’ কোটি টাকার বন্ড ছাড়বে ইউসিবিএল

প্রকাশিত: ০৫:০৮, ২৯ ডিসেম্বর ২০১৪

৫শ’ কোটি টাকার বন্ড ছাড়বে ইউসিবিএল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ইউসিবি সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত হয়। ইউসিবিএল সাধারণ শেয়ারহোল্ডারদের এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ড ইস্যু করতে পারবে। উল্লেখ্য, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×