ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, ভাংচুর

প্রকাশিত: ০৫:০৭, ২৭ ডিসেম্বর ২০১৪

শেরপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে  সংঘর্ষ, ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৬ ডিসেম্বর ॥ কর্তৃত্ব প্রতিষ্ঠা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে শেরপুরের শ্রীবরদী উপজেলায় আওয়ামী লীগের বিবদমান দু’গ্রুপের মধ্যে একের পর এক হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। ওই অবস্থায় বিশেষ করে শ্রীবরদী উপজেলা সদরের ব্যবসায়ী ও সচেতন লোকজন আওয়ামী লীগের কর্মকাণ্ডে ক্রমেই নাখোশ হয়ে উঠছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আকন্দ গুরুতর আহত হয়েছে। ওই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হলে আতঙ্কে শহরের লোকজন প্রাণভয়ে এদিক-সেদিক ছুটতে থাকে। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকানপাট। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দু’পক্ষের হামলায় ১০-১২ টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
×