ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাবিতে ছাত্রলীগ কর্মীর হাতে প্রাধ্যক্ষ লাঞ্ছিত

প্রকাশিত: ০৫:০৬, ২৭ ডিসেম্বর ২০১৪

রাবিতে ছাত্রলীগ কর্মীর হাতে প্রাধ্যক্ষ লাঞ্ছিত

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলের ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে প্রাধ্যক্ষ অধ্যাপক বিশ্বনাথ শিকদারকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই ছাত্রলীগ কর্মী চাপাতি নিয়ে প্রাধ্যক্ষকে মারতে যান। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ কর্মী হাফিজ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, হাফিজ রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার এলাকার ছেলে হওয়ায় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে হলের ২০৬ নম্বর কক্ষে দুই সিট নিয়ে একা থাকছেন। বৃহস্পতিবার রাতে হলের উত্তর ব্লক থেকে ইন্টারনেটের ওয়াইফাই সংযোগের ৬টি রাউডার চুরি হয়। এ নিয়ে হল প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষকরা পুলিশ নিয়ে শুক্রবার সকালে হলের বিভিন্ন কক্ষে তল্লাশি শুরু করেন। হলের দ্বিতীয়তলার পশ্চিম-দক্ষিণ ব্লকে ২০৬ নম্বর কক্ষে তল্লাশি করতে গেলে ছাত্রলীগ কর্মী হাফিজ তাদের বাধা দেন। এ সময় প্রাধ্যক্ষ বাধা না মানলে হাফিজ চাপাতি নিয়ে তাঁকে মারতে আসেন।
×