ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিব্বতে আত্মাহুতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে গুলি

প্রকাশিত: ০৪:৫০, ২৭ ডিসেম্বর ২০১৪

তিব্বতে আত্মাহুতির  প্রতিবাদে আয়োজিত  বিক্ষোভে গুলি

তিব্বতে কয়েক দফা আত্মাহুতির ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে গুলি চালিয়েছে চীনের পুলিশ। শুক্রবার মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে। তিব্বতে চীনা শাসনের প্রতিবাদে এসব আত্মাহুতির ঘটনা ঘটছে। ওয়েবসাইট। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা ফ্রি তিব্বত এক বিবৃতিতে জানায়, চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের এক থানার সামনে একদল তিব্বতি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশ ওই তিব্বতীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং ফাকা গুলি ছোড়ে। এ সময় এক সন্নাসীর হাতে গুলি লাগে। তবে এ সংঘর্ষ ঠিক কখন লাগে এ বিষয়ে কিছু জানায়নি ওই মানবাধিকার সংস্থা। মানবাধিকার কর্মীদের দাবি, চীন সরকার তিব্বতীদের ধর্মীয় স্বাধীনতা এবং সংস্কৃতিতে হস্তক্ষেপ করছে। ১৯৫০ সাল থেকে তিব্বত চীনা শাসনে রয়েছে। অবশ্য চীন এ ধরনের সমালোচনাকে বরাবরই অস্বীকার করে আসছে। চীনের দাবি, তিব্বতে চীনা শাসনের ফলে ভূমিদাস প্রথা বিলোপ হয়েছে এবং দারিদ্র্যপীড়িত এই অঞ্চলে উন্নয়ন ঘটছে।
×