ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছুটির ফাঁদে চট্টগ্রামের বাণিজ্যপাড়া

প্রকাশিত: ০৪:৪৮, ২৭ ডিসেম্বর ২০১৪

ছুটির ফাঁদে চট্টগ্রামের বাণিজ্যপাড়া

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ টানা তিন দিনের ছুটির ফাঁদে চট্টগ্রাম প্রায় নিস্তব্ধ হয়ে পড়েছে। তবে জেগে উঠেছে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের প্রতিটি পর্যটন স্পটগুলো। খ্রীস্টানদের উৎসব বড় দিনের বন্ধের সঙ্গে সাপ্তাহিক দুদিনের ছুটি যোগ হওয়ায় নগরবাসীর অনেকেই সপরিবারে পর্যটন স্পটগুলোতে ঘুরতে বেরিয়েছে। টানা ছুটির কারণে অনেকেই শহর ত্যাগ করায় শুক্রবার নগরী ছিল অনেকটা ফাঁকা। রাস্তায় যানজট নেই। মহাসড়কগুলোতেও প্রাইভেট যানবাহনের চাপ বেশি। চট্টগ্রামের বিভিন্ন পর্যটন স্পটগুলো শুক্রবার ভিড়ে ঠাসা ছিল। অনেকে আবার শহর ছেড়ে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবানে ছুটে গেছেন। পিকনিকের বহরও ছুটেছে পর্যটন নগরীগুলোতে। ছুটির ফাঁদের কারণে ব্যাংকপাড়াগুলো আগে থেকেই নিস্তেজ। বাণিজ্যিক কেন্দ্র খাতুনগঞ্জ, চাক্তাই রাজাখালিতে কোন কোলাহল নেই। যেন ঈদের ছুটি চলছে। বছর শেষে ব্যাংক ক্লোজিংয়ের কারণে পণ্য বেচাকেনা এমনিতেই কম। তার ওপর টানা ছুটির ফাঁদ। এ ছুটির ফাঁদ সবচেয়ে প্রভাব পড়েছে বাণিজ্যিক কেন্দ্রগুলোতে। তবে জহুর হকার মার্কেট, রেয়াজুদ্দিন বাজারসহ ফুটপাথে শীত বস্ত্রের দোকানগুলো জমজমাট। শৈত্যপ্রবাহ শুরুর সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। শীতার্তদের সাহায্যার্থে অনেকে শীতবস্ত্র কিনে বিতরণও করছে।
×