ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে মার্শাল ল থাকত ॥ নাসিম

প্রকাশিত: ০৪:৪৩, ২৬ ডিসেম্বর ২০১৪

৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে মার্শাল ল থাকত ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৫ ডিসেম্বর ॥ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এদেশে জঙ্গীবাদ দমন করা হয়েছে। পাকিস্তান জঙ্গীবাদ দমন করতে পারেনি বলে সেখানে ছাত্রছাত্রী হত্যা করা হয়েছে। ২০১৯ সালের একদিন আগে নির্বাচন হবে না। ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে মার্শাল ল থাকত। বেগম জিয়া কথা বলতে পারতেন না। বেগম খালেদা জিয়া ট্রেন মিস করেছেন। ট্রেন ৫ বছরের আগে আসবে না। ট্রেনের জন্য তাঁকে ৫ বছর অপেক্ষা করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন হবে না। বেগম জিয়া হুমকি দিয়েছেন ৫ জানুয়ারি দেখিয়ে দেবেন। এই খুনিদের মাঠে নামতে দেয়া হবে না। যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে আঁতাত করে ’৭১ এর খুনীদের বাঁচানের চেষ্টা করছেন। নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন হবে না। মন্ত্রী বৃহস্পতিবার বিকেলে মাগুরা নোমানী জনমানুষের নেতা বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি এ্যাডভোকেট মরহুম আছাদুজ্জামনের ২১তম স্মরণ সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে আছে। উন্নয়ন হচ্ছে। মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডাঃ সিরাজুল আকবর এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাডভোকেট বীরেণ শিকদার এমপি, মরহুমের কন্যা কামরুল লায়লা জলি এমপি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রমুখ।
×