ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দীর্ঘদিনের কর্মস্থল যুক্তরাষ্ট্রে সমাহিত হলেন বিজ্ঞানী মাকসুদুল

প্রকাশিত: ০৫:২৬, ২৫ ডিসেম্বর ২০১৪

দীর্ঘদিনের কর্মস্থল যুক্তরাষ্ট্রে সমাহিত হলেন বিজ্ঞানী মাকসুদুল

বিডিনিউজ ॥ পাটের জিনোম সিকোয়েন্স উন্মোচনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশী বিজ্ঞানী মাকসুদুল আলম চিরনিদ্রায় শায়িত হলেন তাঁর দীর্ঘদিনের কর্মস্থল হাওয়াইয়ের হনলুলুর মাটিতে। যুক্তরাষ্ট্রের এ দ্বীপ শহরের ম্যানোয়ায় ইউনিভার্সিটি অব হাওয়াইয়ে জানাজা শেষে স্থানীয় সময় সোমবার দুপুরে ক্যানেওহে মুসলিম গোরস্তানে তাঁকে দাফন করা হয়। বাংলাদেশ সময় রবিবার ভোরে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাকসুদুলের মৃত্যু হয়। ইউনিভার্সিটি অব হাওয়াইয়ে মাকসুদুলের সহকর্মী ও প্রবাসী বাংলাদেশীরা তাঁর জানাজায় অংশ নেন বলে হাওয়াইয়ে বাংলাদেশের অনরারি কনসাল জেনারেল জান রুমি জানান। তিনি বলেন, “হাওয়াই রাজ্যের রাজনীতিবিদ ও নির্বাচিত জনপ্রতিনিধিরা বিজ্ঞানী মাকসুদুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের আত্মার শান্তি কামনায় তাঁরাও এসেছিলেন।” বাংলাদেশের ফরিদপুরের সন্তান মাকসুদুল আলম ইউনিভার্সিটি অব হাওয়াইয়ে ২০ বছর শিক্ষকতা করেছেন।
×