ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে বড়দিনেই মুক্তি পাচ্ছে ‘দি ইন্টারভিউ’

প্রকাশিত: ০৫:২৩, ২৫ ডিসেম্বর ২০১৪

অবশেষে বড়দিনেই মুক্তি পাচ্ছে  ‘দি ইন্টারভিউ’

অবশেষে বড়দিন বা ক্রিসমাস ডে-তেই মুক্তি দেয়া হচ্ছে সনি পিকচার্সের বিতর্কিত নতুন ছবি ‘দি ইন্টারভিউ’। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ছবিটি সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রের কিছু সিনেমা হলে প্রদর্শিত হবে । খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের ২শ’ হলে বৃহস্পতিবার ছবিটি মুক্তি দেয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে ছবিটি তিন হাজারেরও বেশি হলে একযোগে মুক্তি দেয়ার পরিকল্পনা ছিল। ওবামার মুখপাত্র এরিক শুলজ এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। প্রেসিডেন্ট হিসেবে এই বিষয়টি তিনি পরিষ্কার করতে চান যে, আমরা সেই দেশ যারা বাকস্বাধীনতা ও শৈল্পিক প্রকাশের অধিকারে বিশ্বাস করে। সনি এন্টারটেনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল লিন্টন বলেন, তার প্রতিষ্ঠান এই ছবি মুক্তি দেয়া বন্ধ করবে না। ছবিটি আরও বৃহৎ পরিসরে প্রদর্শনের লক্ষ্যে তারা উদ্যোগ অব্যাহত রাখবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে গুপ্তহত্যার পরিকল্পনার কাহিনী নিয়ে কমেডি ধাঁচের এই ছবিটি নির্মিত হয়েছে। ক্রিসমাস উপলক্ষে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছিল প্রযোজনা সংস্থাটি। কিন্তু চলতি বছরের ২২ নবেম্বর সনির কম্পিউটার সিস্টেম হ্যাক হয়ে গেলে ছবিটি মুক্তি দেয়ার তারিখ বাতিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সাইবার হামলার পরিপ্রেক্ষিতে ছবিটির মুক্তি তারিখ বাতিলের সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। সনি পিকচার্সের এই সিদ্ধান্ত বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনারও শিকার হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই অবশ্য এই সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকেই অভিযুক্ত করেছে। কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। এই ঘটনার পর উত্তর কোরিয়ায় ইন্টারনেট বিপর্যয় দেখা দেয়। ধারণা করা হয়, এর পেছনে যুক্তরাষ্ট্রের কারসাজি রয়েছে।
×