ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুদ্ধাহত মুক্তিযোদ্ধার স্ত্রীর জীবন চলছে ভিক্ষে করে..!

প্রকাশিত: ০৫:১৮, ২৫ ডিসেম্বর ২০১৪

যুদ্ধাহত মুক্তিযোদ্ধার স্ত্রীর জীবন চলছে  ভিক্ষে করে..!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৪ ডিসেম্বর ॥ রাবেয়া বেগমের বয়স প্রায় ৮০ বছর। একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী তিনি। বর্তমানে ভিক্ষা করে তাঁর জীবন চলে। যুদ্ধ চলাকালীন তাঁর স্বামী আমির আলী মুক্তিযোদ্ধাদের মাঝে খাবার সরবরাহ ও তথ্য আদান-প্রদান করতেন। এ অপরাধে তাঁকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে পাক সেনারা। দেশের জন্য তিনি প্রাণ বিসর্জন দিলেও হতদরিদ্র স্ত্রী রাবেয়া বেগমের খবর নেয়নি কেউ। কেমন আছেন তিনি কিভাবে কাটছে তাঁর দিন। রাবেয়া বেগমের বাড়ি বাউফলের ধুলিয়া গ্রামে। ৪ সন্তানের জননী তিনি। সন্তানরা বিয়ে করে আলাদা সংসার করলেও সেখানে এ বৃদ্ধ মায়ের স্থান হয়নি। পেটের টানে তাঁকে হাত পাততে হচ্ছে মানুষের কাছে, যা পান তা দিয়ে কোন রকম খেয়ে না খেয়ে দিন কাটছে তাঁর। রোকেয়া বেগমের মাথার ওপর কেবল খোলা আকাশ। সারাদিন ঘুরেফিরে দিন কাটলেও রাত কাটে তার এখানে সেখানে। অন্য কারও বাড়ির বারান্দায় কিংবা রাস্তার পাশে কোন ঝুপড়ি ঘরে। শীত তাঁর জীর্ণ শরীর নিস্তেজ করে দিলেও শরীরে উত্তাপ নেয়ার মতো বস্ত্র নেই তাঁর। স্বামীর রেখে যাওয়া আশ্রয়টুকু তেঁতুলিয়া নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর পথে নামতে হয় তাঁকে। এ বয়সে এসেও কোন ধরনের সরকারী সুবিধা পাননি তিনি। তাই প্রতিদিন জীবনযুদ্ধে পরাস্থ হচ্ছেন।
×