ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিলবোর্ড বস্তিতে পরিণত হচ্ছে যশোর

প্রকাশিত: ০৫:১৭, ২৫ ডিসেম্বর ২০১৪

বিলবোর্ড বস্তিতে পরিণত হচ্ছে যশোর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বিলবোর্ড বস্তিতে পরিণত হতে যাচ্ছে যশোর। রাতারাতিই শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ডগুলোতে স্থাপন করা হচ্ছে বৃহৎ আকৃতির বিলবোর্ড। পৌরসভার এ খেয়ালিপনায় দাঁড়াবার জায়গাটুকুও হারাচ্ছে ট্রাফিক পুলিশ। ক’দিন আগেই বিলবোর্ড দিয়ে ঢেকে দেয়া হয়েছে যশোরের পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার পালবাড়ি ও পূর্বপ্রান্ত মণিহার এলাকা। এবার মণিহারের অদূরে (পুরনো খুলনা বাসস্ট্যান্ড) ট্রাফিক আইল্যান্ড ও খাজুরা বাসস্ট্যান্ড ট্রাফিক আইল্যান্ডের ওপর বসিয়ে দেয়া হয়েছে বৃহৎ আকারের বিলবোর্ড। শুধু তাই নয়, কাজ চলছে মুড়লী মোড়ের গোল চত্বরে। রবিবার গভীর রাতে ট্রাফিক আইল্যান্ড খুঁড়ে বসিয়ে দেয়া হয়েছে এ বিলবোর্ড। শুরু থেকেই বিলবোর্ড নিয়ে শহরবাসী অসন্তোষ প্রকাশ করে আসছে।
×