ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পটিয়ায় সওজের জায়গায় অবৈধ স্থাপনা বাড়ছে

প্রকাশিত: ০৫:১৭, ২৫ ডিসেম্বর ২০১৪

পটিয়ায় সওজের জায়গায় অবৈধ স্থাপনা  বাড়ছে

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৩ ডিসেম্বর ॥ চট্টগ্রামের পটিয়ায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় দিন দিন অবৈধ স্থাপন বাড়ছে। দীর্ঘদিন সওজ কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদের কোন উদ্যোগ গ্রহণ না করায় চট্টগ্রাম-কক্সবাজার-আরাকান মহাসড়কের পটিয়া সদরসহ আরাকান সড়কের বিভিন্ন এলাকায় দখলবাজরা দখল কাজ অব্যাহত রেখেছে। অভিযোগ উঠেছে, অবৈধ স্থাপনা থেকে সড়ক ও জনপথ বিভাগের একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারীরা প্রতি মাসে রিসিটবিহীন মাসোহারা আদায় করার কারণে অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে না। স্থানীয় ও সওজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া সদর ছাড়াও শান্তিরহাট, গৈড়লার টেক, শাহ আমানত সিএনজি ফিলিং স্টেশন এলাকা, আমজুর হাট, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে, পটিয়া সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন সওজের গোডাউনের পিছনে, মুন্সেফ বাজার, ডাকবাংলো, বাসস্টেশন, কমলমুন্সির হাট, মুজাফরাবাদসহ বিভিন্ন এলাকায় দিন দিন অবৈধ স্থাপন বাড়ছে। পটিয়া সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন সওজের গোডাউন এলাকা ও গোডাউনের পিছনে পৌরসভার নালার ওপর গত কয়েকদিন পূর্বে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা কামরুল হাসান একটি স্থাপনা নির্মাণ করেছেন। সওজের জায়গায় কিভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে তা জানতে চাইলে কামরুল হাসানের ছেলে ইমরুল হাসান বলেন, কিভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে তা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) পটিয়া কিংবা দোহাজারী অফিস বলতে পারবে! তার কারণ জানতে চাইলে তিনি বলেন, সেটা আমাদের পারিবারিক একান্ত ব্যাপার। এই বিষয়ে কিছু বলা সম্ভব হবে না বলে এড়িয়ে চলেন। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) পটিয়ার উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুচ বলেন, পটিয়া সদর ছাড়াও আরাকান সড়কের পটিয়া এলাকায় কোটি কোটি টাকার সওজ’র সম্পত্তি অবৈধভাবে দখল হয়েছে। তা দখলমুক্ত করতে প্রক্রিয়া শুরু হয়েছে। যে কোন সময় অবৈধ স্থাপন উচ্ছেদ করা হবে। উল্লেখ্য, ১/১১-এ চট্টগ্রাম-কক্সবাজার-আরাকান মহাসড়কে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে সওজের কোটি কোটি টাকার জায়গা দখলমুক্ত করেছিল। কিন্তু পরবর্তী সময়ে তা দখলবাজরা পুনরায় দখল করে নিয়েছে।
×