ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছেন তামিম

প্রকাশিত: ০৪:৫৫, ২৫ ডিসেম্বর ২০১৪

শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছেন তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ এ সপ্তাহেই বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়ান চিকিৎসক ডেভিড ইয়াংয়ের সঙ্গে সাক্ষাত করতে অস্ট্রেলিয়ায় যাবেন, তা আগেই জানা হয়ে যায়। সেই দিনটি চূড়ান্তও হয়ে গেছে। শুক্রবার রাতেই অস্ট্রেলিয়া উড়াল দিচ্ছেন তামিম। সেখানে গিয়ে সোমবার চিকিৎসকের সঙ্গে দেখা করবেন। এরপর অস্ত্রোপচার হবে না পরে হবে, সেই নিশ্চিত খবর মিলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী এমনটি জানিয়েছেন। বলেছেন, ‘আগামী পরশু (শুক্রবার) তামিম অস্ট্রেলিয়ার বিমান ধরবে এবং ২৯ তারিখ ডাঃ ডেভিড ইয়াংয়ের সঙ্গে দেখা করবে। তামিমের ইনজুরির অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে অস্ত্রোপচার করা হবে কি না।’ তামিম ইকবালের বাঁ হাঁটুর মিনিসকাস ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে এমআরআই রিপোর্টে। ফলে তামিমের বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়ার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তামিমের বিষয়ে সিদ্ধান্ত নিতে অস্ট্রেলিয়ান চিকিৎসকদের দ্বারস্থ হয়েছে বিসিবি। অস্ত্রোপচার না করেই তামিমকে সুস্থ করার বিষয়ে চেষ্টা করছে বিসিবি। তবে সমস্যা গুরুতর হলে অস্ত্রোপচার না করিয়েও উপায় নেই। বিশ্রামের মাধ্যমে তামিমকে ইনজুরি মুক্ত করতে চাইলে কত দিন সময় লাগতে পারে, এই বিষয়ে দেবশিষ বলেছেন, ‘রিহ্যাব-রেস্ট এগুলো একটা প্রক্রিয়ায় এগুতে হয়, তাই কতদিন লাগবে এটা বলা মুশকিল। অন্যদিকে, এই ধরনের অপারেশনে ৪ সপ্তাহের বেশি সময় লেগে যায়। তামিমের যে ফিটনেস কন্ডিশন তাতে ও (তামিম) কিন্তু এই ধরনের ব্যথা নিয়েও গত ম্যাচটা খেলেছে। আমি মনে করি না যে এই ইনজুরি ওকে খেলা থেকে একেবারে সরিয়ে রাখবে। বিষয়টা নির্ভর করছে খেলোয়াড়দের ক্ষমতা ও আত্মবিশ্বাসের ওপর।’ অস্ত্রোপচার করার পর যদি তামিমের সুস্থ হতে ৫ সপ্তাহও লেগে যায়, তাহলেও খুব বেশি সমস্যা নেই। কারণ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শুরু হতে প্রায় ৮ সপ্তাহ বাকি।
×