ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিরছেন লাসিথ মালিঙ্গা

প্রকাশিত: ০৪:৫৪, ২৫ ডিসেম্বর ২০১৪

ফিরছেন লাসিথ মালিঙ্গা

স্পোর্টস রিপোর্টার ॥ লঙ্কান ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। ইনজুরি কাটিয়ে সহসাই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন দুর্ধর্ষ পেসার লাসিথ মালিঙ্গা। খোদ শ্রীলঙ্কান কোচ মারভান আতাপাত্তু জানিয়েছেন, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দেখা যাবে বিজাতীয় এ্যাকশনের অধিকারী ঝাকড়া চুলের এই আগ্রাসী গতিতারকাকে। বৈচিত্র্যময় বোলিংয়ের পাশাপাশি ব্যতিক্রম সব স্টাইলের জন্য শ্রীলঙ্কা তো বটেই, গোটা বিশ্বে দারুণ জনপ্রিয় ৩১ বছর বয়সী এ ফাস্ট বোলার। তাঁর ফেরার সম্ভাবনা গত বিশ্বকাপের রানার্সআপ দলের জন্য দারুণ খবর। ‘সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। অস্ত্রোপচারের পর মলিঙ্গা বেশ দ্রুত সুস্থ হয়ে উঠছে। আশা করছি নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় শেষ দুই ওয়ানডেতেই মাঠে ফিরবে ও’Ñ বলেন কোচ আতাপাত্তু। বিশ্বকাপের আগে ওই দুটি ওয়ানডেই হবে শিরোপাপ্রত্যাশী শ্রীলঙ্কার শেষ আন্তর্জাতিক ম্যাচ। দুই টেস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে ১১ জানুয়ারি থেকে সাত ওয়ানডের সিরিজ খেলবে সফরকারী লঙ্কানরা। সিরিজের শেষ দুটি ম্যাচ ২৫ ও ২৯ জানুয়ারি, যেখানে ফিরতে পারেন মালিঙ্গা। ইনজুরির জন্য সেপ্টেম্বর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। অক্টোবরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার করা হয়। সুস্থ হয়ে এখন ফেরার অপেক্ষা। মালিঙ্গা নিজেও আশাবাদী। ‘আমি যতটা প্রত্যাশা করেছিলাম, অবস্থার উন্নতি তার চেয়েও দ্রুত হচ্ছে। বর্তমানে ক্র্যাচ ছাড়াই হাঁটতে পারছি। অনুশীলন কবে নাগাদ শুরু করতে পারব এখনও বলতে পারছি না। তবে খুব শিগগিরই অনুশীলন শুরু করতে পারব বলে আশা করছি। আমার বিশ্বাস বিশ্বকাপের আগেই দলে যোগ দিতে পারব। যদি সব ম্যাচ খেলতে না-ও পারি নিউজিল্যান্ডে অন্তত শেষ দুই ম্যাচে খেলব’Ñ দু’দিন আগে বলেন মালিঙ্গা। বাংলাদেশে অনুষ্ঠিত গত টি২০ বিশ্বকাপে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে শিরোপা উপহার দেন তিনি। ২০০৪ থেকে এ পর্যন্ত ১৭৭ ওয়ানডেতে মালিঙ্গা মোট ২৭১টি উইকেট শিকার করেন। ৫৭ টি২০তে ৬৮টি। পরিপূর্ণ সুস্থ মালিঙ্গাকে ফিরে পেতে প্রার্থনা করবেন লঙ্কানরা। ১৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের সঙ্গে উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দ্বিতীয় শিরোপার জন্য পুরোপুরি সুস্থ মালিঙ্গাকে পেতে উদগ্রীব শ্রীলঙ্কা।
×