ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় দেড় বছর ধরে ৫০ পরিবার অবরুদ্ধ

প্রকাশিত: ০৫:০৯, ২৪ ডিসেম্বর ২০১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দেড় বছর ধরে ৫০ পরিবার অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অর্ধশতাধিক পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। প্রায় দেড় বছর ধরে একমাত্র চলাচলের সড়কটি বন্ধ করে দেয় প্রভাবশালীরা। এসব ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। জানা যায়, উপজেলার বায়েক ইউনিয়নের গৌরঙ্গলা গ্রামের অর্ধশত পরিবার প্রায় ১০ ফুট প্রশস্তের সড়কটি শত বছর ধরে ব্যবহার করে আসছে। হঠাৎ গত বছরের ১১ আগস্ট মাসে ওই গ্রামের প্রভাবশালী আব্দুল বারেক, স্বপন মিয়া ও মাইনুদ্দিনসহ একটি সংঘবদ্ধ দল রাস্তাটি বন্ধ করে দেয়। এর প্রতিবাদ করায় প্রভাবশালীরা গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। এ ঘটনায় আলী আহাম্মদ বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করে। পুলিশ মাইনউদ্দিন ও স্বপন মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গ্রেফতারি পরোয়ানা জারির পর আসামিরা প্রকাশ্যে গ্রামবাসীদের দেখে নেয়াসহ হুমকি-ধমকি দিয়ে আসছে। আদালত কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চলতি বছরের ২৩ ডিসেম্বর এর মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। রাস্তাটি বন্ধ হওয়ায় অর্ধশত পরিবারের ৭/৮’শ লোকজন অবরুদ্ধ হয়ে রয়েছে।
×