ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এলএনজি পাইপ লাইন স্থাপনে পাক-রুশ চুক্তি ব্যয় হবে ১৭০ কোটি ডলার

প্রকাশিত: ০৪:২৭, ২৪ ডিসেম্বর ২০১৪

এলএনজি পাইপ লাইন স্থাপনে পাক-রুশ চুক্তি ব্যয় হবে ১৭০ কোটি ডলার

পাকিস্তানের সঙ্গে ১৭০ কোটি ডলারের জ্বালানি চুক্তি করেছে রাশিয়া। চুক্তির আওতায় পাকিস্তানের করাচী থেকে লাহোর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পাইপলাইন স্থাপন করা হবে। আশা করা হচ্ছে, আগামী বছরের মার্চ মাসের আগেই এই পাইপ লাইন দিয়ে সরবরাহ শুরু হবে। মস্কো এবং ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের কয়েক দশক পর এই প্রথম উভয় দেশের মধ্যে জ্বালানি চুক্তি স্বাক্ষরিত হলো। সম্প্রতি রুশ প্রতিরক্ষামন্ত্রীর পাকিস্তান সফরকালে উভয় দেশের মধ্যে ইসলামাবাদ ও মস্কোর মধ্যে প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। রুশ পাকিস্তানের মধ্যে এসব চুক্তিকে উভয় দেশের মধ্যে ক্রমান্বয়ে সম্পর্কোন্নয়নের আলামত হিসেবে দেখছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এর আগে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হকের শাসনামলে রাশিয়া পাকিস্তানের করাচীতে স্টিল মিল এবং তেল-গ্যাস কোম্পানি প্রতিষ্ঠায় সহায়তা করে। এই কোম্পানিগুলো এখনও রাশিয়ার সেই পুরাতন যন্ত্রগুলোর সাহায্যেই চলছে। পাকিস্তান ইতোমধ্যে ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে কাজ করছে। এর সঙ্গে এখন করাচী থেকে লাহোর পর্যন্ত এই প্রকল্পের কাজ যুক্ত হলো। -এক্সপ্রেস ট্রিবিউন অনলাইন
×