ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল

মুন্সীগঞ্জ ও সিরাজদিখান উপজেলা চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৪:৫০, ২২ ডিসেম্বর ২০১৪

মুন্সীগঞ্জ ও সিরাজদিখান উপজেলা চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলাপর্যায়ে যথাক্রমে সদর উপজেলার উত্তর চরমশুরা প্রাথমিক বিদ্যালয় ও সিরাজদিখান উপজেলার রওশুনিয়া প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার বিকেলে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফুটবলে উত্তর চরমশুরা প্রাথমিক বিদ্যালয় বালক দল ২-০ গোলে লৌহজং উপজেলার বেঁজগাঁও সরকারী বিদ্যালয়ের বালক দলকে হারিয়ে এই গৌরব অর্জন করে। খেলার দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন বিজয় দলের আল আমিন ও মোঃ ইয়াসিন। এর আগে একই মাঠে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবলে বালিকা দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সিরাজদিখান উপজেলার রওশুনিয়া প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে সদর উপজেলার ভাসানচর মিজিকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গেলে ড্র ছিল। বিজয়ী দলের যুথী আক্তার প্রথমে দলকে এগিয়ে দেয়। পরে বিজিত দলের মাহমুদা আক্তার খেলায় সমতা আনেন। নির্ধারিত ৫০ মিনিট খেলাটি অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এসএম ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক কুদ্দুস আলী সরকার ও ভারপাপ্ত জেলা শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম। এই টুর্নামেন্টে ৫৮৭ প্রাথমিক বিদ্যালয়ের একটি করে বালক দল ও একটি করে বালিকা দল অংশ নেয়। প্রথমে ইউনিয়ন পর্যায়ে, পরে উপজেলায় এবং জেলা পর্যায়ে প্রতিযোগিতা সম্পন্ন হয় চ্যাম্পিয়ন দলকে নিয়ে। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দল দুটি বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। সেখানে বিজয়ী হলে জাতীয় পর্যায়ের যাওয়ার সুযোগ থাকবে।
×