ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দনিয়া সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব

প্রকাশিত: ০২:৪৫, ২২ ডিসেম্বর ২০১৪

দনিয়া সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ প্রতিবারের মতো এবারও সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানের আওতায় দনিয়া মঞ্চে দনিয়া সাংস্কিুতক জোটের তত্ত্বাবধানে স্থানীয় বর্ণমালা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে তিন দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করা হয়। দনিয়া সাংস্কৃতিক জোটের সকল সংগঠনের উদ্যোগে উদ্বোধনী দিন ১৫ ডিসেম্বর বিকেলে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে দলীয় সঙ্গীত পরিবেশন করে সুরতাল সঙ্গীত একাডেমি, আরোহী শিল্পীগোষ্ঠী, ঐতিহ্য সাংস্কৃতিক সংঘ এবং লালন পড়শী একাডেমি। এছাড়া দলীয় আবৃত্তি পরিবেশন করবে অগ্র সাংস্কৃতিক চর্চা ও বিকাশ কেন্দ্র। উৎসবের দ্বিতীয় দিন ১৬ ডিসেম্বর দলীয় সঙ্গীত পরিবেশন করে দনিয়া সবুজ কুঁড়ি কচিকাঁচার মেলা, ঢাকা একতা সামাজিক ও সাংস্কৃতিক গোষ্ঠী, মিথিলা মিউজিক সেন্টার এবং ভিন্নধারা। দলীয় আবৃত্তি পরিবেশন করে সঞ্জনন আবৃত্তি চর্চা কেন্দ্র ও স্বরূপ সাংস্কৃতিক সংসদ। এছাড়া পথনাটক পরিবেশন করে সায়াহ্নিকা থিয়েটার এবং চন্দ্রকলা থিয়েটার। উৎসবের শেষ দিন ১৭ ডিসেম্বর দলীয় সঙ্গীত পরিবেশন করে সুরসাগর ললিতকলা একাডেমি, বিরহী শিল্পীগোষ্ঠী ও রূপসী বাংলা সঙ্গীত একাডেমি। মহাকাল নাট্যসম্প্রদায়ের অংশগ্রহণে প্রদর্শিত হয় কোরিওগ্রাফি ‘মোরা ঝঞ্ঝার মত উদ্যাম’ শীর্ষক কোলাজ কোরিওগ্রাফি। দলীয় আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র। এছাড়া পথনাটক পরিবেশন করে বাঙলা নাট্যদল।
×