ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একটি ফুলকে বাঁচাবো বলে ...

অসুস্থ গোবিন্দ হালদারের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:২০, ২১ ডিসেম্বর ২০১৪

 অসুস্থ গোবিন্দ হালদারের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি/ একটি গানের জন্য মোরা যুদ্ধ করি/ একটি হাসির জন্য মোরা অস্ত্র ধরি/ মোরা সারাবিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি...’ একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে উদ্দীপনামূলক যে শাণিত করত, যে গানের অনুরণন ঢেউ তুলত মুক্তিযোদ্ধাদের রক্তে সেই কালজয়ী গানটির অমর স্রষ্টা গীতিকার গোবিন্দ হালদার কলকাতার একটি নার্সিং হোমে দারুণ কষ্টে চিকিৎসাধীন আছেন- এ খবর শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর খোঁজখবর নিয়েছেন। শনিবার রাতে কলকাতায় টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার খোঁজখবর নেন বলে জানিয়েছে তাঁর প্রেস উইং। সূত্র জানায়, শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার পাশাপাশি গোবিন্দ হালদারের চিকিৎসার সকল ব্যয়ভার নেন প্রধানমন্ত্রী। কিডনির অসুস্থতা নিয়ে গত ১৩ ডিসেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁকে ঐ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
×