ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিষ্যদের পারফর্মেন্সে সন্তুষ্ট গার্ডিওলা

প্রকাশিত: ০৫:৫৭, ২১ ডিসেম্বর ২০১৪

শিষ্যদের পারফর্মেন্সে সন্তুষ্ট গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার চলতি বছরের শেষ ম্যাচ খেলতে নেমেছিল জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ। আর এই ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে পেপ গার্ডিওলার দল। শুক্রবার রাতে জার্মান বুন্দেসলিগায় বেয়ার্ন মিউনিখ ২-১ গোলে হারিয়েছে এফএসভি মেইঞ্জকে। তবে মেইঞ্জের বিপক্ষে শুরুটা কিন্তু ভাল হয়নি বেয়ার্ন মিউনিখের। ম্যাচের প্রথমার্ধের ২১ মিনিটেই সোতোর গোলে এগিয়ে যায় স্বাগতিক মেইঞ্জ। তবে এগিয়ে থাকার উচ্ছ্বাস বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিক সমর্থকরা। এর তিন মিনিট পরই দুর্দান্ত এক গোল করে বেয়ার্নকে ১-১ গোলের সমতায় ফেরান বাস্তিয়ান সোয়াইনস্টাইগার। এরপর ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত আর কোন গোলের দেখা পায়নি কোন দল। যে কারণে চলতি মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারানোর শঙ্কায় তখন বেয়ার্ন শিবির। তবে ৯০ মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা ডাচ্ তারকা আরিয়েন রোবেনের গোলেই জয় নিশ্চিত হয় বেয়ার্নের। সেইসঙ্গে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্ডিওলার শিষ্যরা। মেইঞ্জের বিপক্ষে জয়ের ফলে বুন্দেসলিগায় চলতি মৌসুমের অপরাজিত দল হিসেবেই বছর শেষ করল বেয়ার্ন মিউনিখ। তাদের পরই পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে উলফসবার্গ। আর উলফসবার্গের চেয়ে এখন ১৪ পয়েন্টে এগিয়ে রয়েছে গার্ডিওলার দল। মেইঞ্জের বিপক্ষে জয়ের ফলে দুটি রেকর্ডও গড়েছে তারা। আর সেগুলো হলো চলতি মৌসুমে এখন পর্যন্ত অর্থাৎ মৌসুমের অর্ধেকটা সময় খেলে প্রতিপক্ষের মাত্র চার গোল হজম করেছে বেয়ার্ন। এর আগে এই রেকর্ডটি যৌথভাবে দখল করে রেখেছিল স্টুটগার্ট এবং বেয়ার্ন মিউনিখ। দুটি দলই আগে প্রতিপক্ষের সাত গোল হজম করে প্রথমার্ধ শেষ করেছিল। এছাড়া বাকি রেকর্ডটি হলো, এর আগে অপরাজিত ৪৪ পয়েন্ট দখল করেছিল। আর এবার লীগের ১৭ ম্যাচে ১৪ জয় এবং তিন ম্যাচে ড্রয়ের সৌজন্যে ৪৫ পয়েন্ট নিয়ে প্রথমার্ধ শেষ করার রেকর্ড গড়ল বেয়ার্ন মিউনিখ। বছরের শেষ সময়টা দারুণ কেটেছে বেয়ার্ন মিউনিখের ডাচ্ তারকা আরিয়েন রোবেনের। গত সপ্তাহেই ক্লাবের হয়ে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। আর শুক্রবার মেইঞ্জের বিপক্ষেও করেন দলের জয়সূচক গোল। মেইঞ্জের বিপক্ষে জয়ের পর দারুণ সন্তুষ্ট রোবেন। এ বিষয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আরিয়েন রোবেন বলেন, ‘অবশ্যই, জয়ের আমরা খুশি। কিন্তু মেইঞ্জের জন্য আমার খারাপ লাগছে। কেননা তার নিজেদের মাঠে জয়ের জন্য সম্ভাব্য সবকিছুই করেছে। কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট হারাতে হয়েছে তাদের।’ ম্যাচের প্রথমার্ধের শুরুতেই পেছনে পড়ে যায় বেয়ার্ন। তবে প্রথমার্ধের শেষটা হয় ১-১ সমতায়। রোবেন স্বীকার করেছেন যে প্রথমার্ধে তারা নিজেদের সেরাটা খেলতে পারেনি, ‘ম্যাচের প্রথমার্ধে আমরা আমাদের সেরাটা দিতে পারি না। বিশেষ করে মাঝমাঠে ব্যাপক শূন্য ছিল। যদিও বা শেষ পর্যন্ত জয় নিয়ে ম্যাচ শেষ করেছি আমরা। এটা সম্ভব হয়েছে সম্মিলিত প্রচেষ্টার ফলেই। যা মোটেও সহজ বিষয় নয়।’ গত কয়েক মৌসুম ধরেই ক্লাব ফুটবলে রাজত্ব করছে বেয়ার্ন মিউনিখ। জার্মান বুন্দেসলিগায় গত দুইবারের চ্যাম্পিয়ন তারা। এবার বুন্দেসলিগার হ্যাটট্রিক শিরোপা জয়ের সামনে পেপ গার্ডিওলা। তার লক্ষ্য এখন বেয়ার্নকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। এ বিষয়ে বার্সিলোনার সাবেক এই কোচ বলেন, ‘যখন আমরা মৌসুমের অর্ধেকটা নিয়ে বিশ্লেষণ করি তখন এই পারফর্মেন্সে আমি দারুণ খুশি। তবে আমরা কোথায় গিয়ে থামতে চাই সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা সবসময়ই আমাদের স্টাইলে খেলি। তবে আমাদের এখন শান্ত থাকতে হবে। প্রস্তুতি নিতে হবে মৌসুমের দ্বিতীয় ভাগের জন্য। তবে এটা খুব সহজ হলো যে এই জয়ের মাধ্যমেই সবাইকে শুভ বড়দিন এবং নতুন বছরের জন্য শুভেচ্ছা জানাতে পারলাম। বেয়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের পারফর্মেন্সে সন্তুষ্ট মেইঞ্জও। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ক্লাবটির কোচ ক্রিস্টিয়ান হেইডেল বলেন, ‘ম্যাচের শেষ মিনিট পর্যন্ত দারুণ রোমাঞ্চ বিরাজ করছিল।’
×