ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাইবার হামলার উচিত জবাব দেয়া হবে, ওবামা

প্রকাশিত: ০৩:৪৪, ২১ ডিসেম্বর ২০১৪

সাইবার হামলার উচিত জবাব দেয়া হবে, ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সনি পিকচার্সে সাইবার হামলার ‘সমুচিত জবাব দেয়া হবে’ বলে হুঁশিয়ার করে দেন। এজন্য তিনি হলিউড স্টুডিওর ‘দ্য ইন্টারভিউ’ সিনেমার প্রদর্শনী বাতিল করারও সমালোচনা করেন। সিনেমাটি মুক্তির আগেই হ্যাক করা হয়। হ্যাক করার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করা হয়েছে। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমস। প্রেসিডেন্ট ওবামা হাওয়াই দ্বীপে দু’সপ্তাহের ছুটিতে যাবার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলে সনির সিদ্ধান্তটি ভুল ছিল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে বিদ্রƒপ করার কারণে মুক্তির আগেই সিনেমাটিকে হ্যাক করা হয় বলে জানা গেছে। এদিকে সনি পিকচার্স জানিয়েছে বর্তমানে তারা সিনেমাটি নতুন নামে প্রদর্শন করবে। সিনেমাটি ভিন্নœ নামে নতুন প্লাটফর্মে বিকল্পভাবে প্রদর্শিত হবে। যদিও সিনেমাটি ক্রিসমাস ডে’তে মুক্তি পাওয়ার কথা ছিল। প্রেসিডেন্ট ওবামা সিনেমাটির প্রদর্শনী বাতিল করাকে ভুল বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আমরা এমন কোন সমাজ প্রতিষ্ঠা করতে পারি না যেখানে একজন একনায়ক সেন্সরশিপ আরোপ করবে। চলচ্চিত্রটি মুক্তি না দিয়ে সনি ভুল করেছে। ওবামার হুমকি এফবিআইয়ের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে এলো। এফবিআই জানিয়েছিল, হ্যাক করার জন্য উত্তর কোরিয়া দায়ী। তবে পিয়ংইয়ং তা অস্বীকার করেছে। দ্য ইন্টারভিউ সিনেমাটি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের গণহত্যার ওপর নির্মিত চলচিত্র।
×